শনিবার, ২১ মে, ২০১৬, ০৭:৪২:১২

ওইভাবে ভারতকে হারাতে পারলেই কষ্ট ভুলতে পারব: সাকিব

ওইভাবে ভারতকে হারাতে পারলেই কষ্ট ভুলতে পারব: সাকিব

স্পোর্টস ডেস্ক : আমার মনে হয়, একটি দল কিংবা জাতি হিসেবে ঐ ম্যাচের হারটি কোনদিন ভুলতে পারবো। আশা করি, কোন একদিন ঐ রকম পরিস্থিতিতেই আমরা ভারতকে হারিয়ে এই ম্যাচের কষ্ট ভুলে যাবো। কিন্তু তবুও আক্ষেপ থেকে যাবে।

সম্প্রতি ভারতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে এক রানে হারের ম্যাচটি সম্পর্কে বলতে গিয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এসব কথা বলেন।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের(কেকেআর) হয়ে বেশ ভালো মৌসুম পার করছেন সাকিব। শেষ ম্যাচে মুস্তাফিজের হায়দরাবাদের বিপক্ষে জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে তাদের। শেষ ম্যাচের আগে সাক্ষাৎকার দিতে গিয়ে ঘুরে ফিরে সেই ভারত ম্যাচের প্রসঙ্গই টানলেন ভারতীয় সাংবাদিক।

কলকাতার টিম হোটেলে প্রথমেই সেই ম্যাচ নিয়ে করা প্রশ্নে চমকে যান সাকিব। পরবর্তীতে নিজেকে সামলিয়ে সাকিব বলেন, ‘হ্যা, সেই হার এখনো কষ্ট দেয় আমাদের।’ নিজেকে ধরে রাখতে পারছিলেন না।

তিন বলেন, যা ঘটেছিল সেটি আসলেই বলার মত নয়। রান তাড়া করে জেতা সবসময়েই কষ্টের এবং খেলোয়াড়রা চিন্তাতে থাকে। কিন্তু ঐ ম্যাচে আমরা আমাদের কৌশল অনুযায়ী সব কিছুই ঠিকঠাক করেছিলাম। আমরা কখনোই সেদিন স্কোরবোর্ডের দিকে তাকাইনি কেননা এটি আলাদা চাপ সৃষ্টি করে।

পুরো টুর্নামেন্টে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। ব্যাট হাতে ১২৯ রান এবং বল হাতে ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টে নিজেকে ফিরে পেয়েছিলেন। ভারতের বিপক্ষেও দ্রুত ১৫ বলে ২২ রান করে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন।
২০ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে