স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে শেষ দিনের লড়াইয়ে ব্যস্ত রয়েছে টাইগারবাহিনী। জয়-পরাজয় নিয়ে হাজির হয়েছে কঠিন এক সমীকরণ।
বাংলাদেশ ও ভারত দুই পক্ষই সমান দাপুটে। হাতে সময়ও কম। এখন জয় পাচ্ছে কোন দেশ এটি নিয়েই ভাবনা সবার। বাংলাদেশ এরই মধ্যে ১৬০ রানের লিড দাঁড় করেছে ভারতের বিরুদ্ধে।
দ্বিতীয় সেসনে বাংলাদেশের সংগ্রহ যখন ২৮৯ তখন শেষ ঝুটিতে শুভাগত ও আল আমিন ব্যাট করছেন। ভারতের সামনে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণে ব্যাট করছেন তারা।
বাংলাদেশ ২৫০ রানের উপরে লিড দিতে পারলে হার এড়াবে মুমিনুলরা। অন্যদিকে জয়ের সম্ভাবনা থাকবে। শুভাগত ও আল আমিন প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ম্যাচ শেষে মাথা নত করে প্যাবিলিয়নে ফিরতে হবে বাংলাদেশ টিমকে!
ড্র নয় স্বল্প সময়ের ব্যবধানে রয়েছে ফলাফল বেরিয়ে আসার আসার প্রবল সম্ভবনা। বিজয় তুমি কার, বাংলাদেশ না ভারতের? এ দলের লড়াইয়ে এটা দেখার পালা এখন।
২৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর