রবিবার, ২২ মে, ২০১৬, ০১:২০:৩৫

শবে বরাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার জন্য দোয়া চেয়েছেন মুশফিক

শবে বরাতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার জন্য দোয়া চেয়েছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে লাইলাতুল বরাত নামে পরিচিত। লাইলাতুল বরাতের অর্থ মুক্তির বা নিষ্কৃতির রজনী। এই রাতে আল্লাহ ধর্মপ্রাণ মুসলমানের সব পাপ ক্ষমা করে দেন। সারা জীবনের দোষ–ত্রুটি, পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনার এই রাত নৈতিক চরিত্র গড়ে তুলতে উদ্বুদ্ধ করার রাতও। এ রাতেই আল্লাহ পরবর্তী বছরের জন্য মানবজাতির রিজিক ও ভাগ্য নির্ধারণ করেন। বছর ঘুরে আবার সমাগত এই পবিত্র রাত।

মুসলমান ধর্মালম্বীদের বিশেষ দিনটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে পোস্ট দেন জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশাফিকুর রহিম। পোস্টে তিনি লেখেন, ‘আজকের রাত আমাদের সবার জন্য অনেক মূল্যবান কারণ এই রাত হল আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার একটি বিরাট সুযোগ। দোয়া করি যেন আল্লাহ্‌ আমাদের সবাইকে ক্ষমা করে দেন ও সামনের দিনগুলোও যেন সুন্দর হয়ে ওঠে। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
২২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে