রবিবার, ২২ মে, ২০১৬, ০৪:০৩:২০

এখনো সেরাটা দেইনি: ইব্রাহিমোভিচ

এখনো সেরাটা দেইনি: ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে মিলান থেকে পিএসজিতে যোগ দিয়েছেন সুইডিস তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।গত চার মৌসুমে পিএসজিকে ১২টি শিরোপা জিতিয়েছেন ইব্রা। পিএসজিতে এটা তার শেষ মৌসুম।বিদায়ী মৌসুমে ফ্রেঞ্চ লিগ জেতা হয়ে গিয়েছিল অনেক আগেই। সেই ট্রফি জিতেই জ্লাতান ইব্রাহিমোভিচ বলে দিয়েছিলেন, ‘আমি রাজার মতো এসে কিংবদন্তির মতো চলে যাচ্ছি।’ এই যাওয়াটা আরও রাজকীয় হলো কাল রাতে অলিম্পিক মার্শেইকে ৪-২ গোলে হারিয়ে পিএসজি টানা দ্বিতীয়বার ফরাসি কাপ জেতায়। জোড়া গোল করে এ জয়েরও বড় নায়ক ইব্রাই।

বর্তমান মৌসুমটা শেষ করেছেন ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৫১ ম্যাচে ৫০ গোল নিয়ে। নিঃসন্দেহে ৩৪ বছর বয়সী ইব্রার ক্যারিয়ারের এটি সেরা মৌসুম। তবে সুইডিশ স্ট্রাইকার কিন্তু বলছেন উল্টো কথা। এখনো নাকি সেরাটা দেননি তিনি! তাঁর আসল খেলা নাকি শুরুই হয়নি!

পিএসজির হয়ে কাল শেষ ম্যাচটা খেলার পর স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন, ‘আমি ক্লাবটাকে খুব মিস করব। ৩৪ বছর বয়সে এসে এখানে আমি ৫০ গোল করেছি। তবে এখনো আমি শুধু গা গরমের পর্যায়ে আছি।’
ইব্রার সেরাটা দেখার জন্য তবে কি ভক্ত-সমর্থকদের আরও অপেক্ষা করতে হবে?
২২ মে ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে