রবিবার, ২২ মে, ২০১৬, ০৪:৫৬:১০

সাকিবদের প্রথম উইকেটের পতন

সাকিবদের প্রথম উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়িার লিগের (আইপিএল) বাঁচা-মরার গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে কলকাতা নাইট রাইডার্স।

কলকাতার ঐহিত্যবাহী ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় ম্যাচটিতে টসে জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

এদিকে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নামেন রবিন উথাপ্পা ও অধিনায়ক গৌতম গম্ভীর। ব্যাট হাতে নেমে শুরুতেই বিধ্বংসী খেলতে থাকে রবিন উথাপ্পা ও গম্ভীর। কিন্তু দলীয় ৩৩ রানের মাথায় ব্যাক্তিগত ১৭ বলে ২৫ করে সাজ ঘরে ফিরেন  উথাপ্পা। বারিন্দার স্রানের বল মারতে গিয়ে ইউলিয়ামসনের হাতে ক্যাচ তুলে প্রথম উইকেটের পতন ঘটান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতার হয়ে লড়ছেন দলটির অধিনায়ক গৌতম গম্ভীর (৮) ও মুনরো (০)।
উইকেট পড়েছে একটি।  

ইডেন গার্ডেন্সে আজকের ম্যাচটি কলকাতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচটি তাদের যে কোন মূল্য জিততে হবে। তা না হলে ছিটকে পড়তে হবে আসর থেকে। অন্যদিকে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে সেমি ফাইনাল নিশ্চিত করা হায়দরাবাদ আছেন দারুণ ছন্দে। তারা আজ নেমেছেন ফাইনালে উঠা নিশ্চিত করতে।

দেখে নিই দুই সেরা একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ময়েস হেনরিকস, যুবরাজ সিং, নোমান ওঝা, দীপক হুদা, কেন উইলিয়ামসন, কার্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও বারিন্দার স্রান।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মানিষ পাণ্ডে, সূর্যকুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, জেসন হোল্ডার, কুলদ্বীপ যাদব, সুনীল নারাইন, কলিন মুনরো, অঙ্কিত রাজপুত।
২২ মে,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে