রবিবার, ২২ মে, ২০১৬, ০৫:৪২:৫৬

মুস্তাফিজদের কাছে হেরে গেলেও সেমিতে যেতে পারে সাকিবের কেকেআর

মুস্তাফিজদের কাছে হেরে গেলেও সেমিতে যেতে পারে সাকিবের কেকেআর

স্পোর্টস ডেস্ক: কলকাতা ইডেন গার্ডেনসে চলছে চলমান আইপিএলে নিজেদের শেষ ম্যাচের লড়াই। আর ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় সাকিব আল হাসানের কেকেআর৷ ইতিমধ্যে টসে হেরে ব্যাট করছে কলকাতা। ফিল্ডিংয়ে আসেন মুস্তাফিজরা।

তবে গতকাল রাতে গুজরাত লায়ন্সের কাছে মুম্বই ইন্ডিয়ান্স হেরে যাওয়ায় সেমিফাইনালের অঙ্ক অনেকটাই সহজ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের৷

আজ ইডেন মুস্তাফিজদের হারাতে পারলেই শেষ চারে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় বা চতুর্থ দল হিসেবে পৌঁছে যাবে সাকিবদের কেকেআর৷ তবে ম্যাচ হারলেও সুযোগ থাকবে ইউসুফ পাঠানদের সামনে৷ তবে তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে৷ম্যাচটি শুরু আজ রাত বাংলাদেশ সময় সাড়ে ৮টার দিকে।  

যেখানে বিরাটের বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে দিল্লি ডেয়ারডেভিলস৷ ওই ম্যাচে বিরাটরা জিতলে হায়দরাবাদ, গুজরাত ও বেঙ্গালুরুর সঙ্গে কেকেআরও শেষ চারে যাবে৷ কারণ দিল্লি(-০.১০২) ও মুম্বাইয়ের(-০.১৪৬) তুলনায় নেটরান রেটে অনেকটাই এগিয়ে রয়েছে তাঁরা(০.০২২)৷

কিন্তু দিল্লি জিতে গেলে আবার কলকাতার সমস্যা৷ ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল টিকিট রাহুল দ্রাবিড়ের ছেলেরা পেয়ে যাবে৷ তখন বেঙ্গালুরু(০.৯৫৫) এবং কলকাতার মধ্যে নেট রান রেটে অনেকটাই এগিয়ে থাকা বিরাটরা পরের রাউন্ডে যাবে এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে শাহরুখের দলকে৷

এই অবস্থায় কেকেআর-সানরাইজার্স ম্যাচে বৃষ্টি যদি থাবা বসায় তাহলে লাভ হবে কলকাতার৷ ১৫ পয়েন্ট নিয়ে দিল্লি বা বেঙ্গালুরু ম্যাচের আগেই সেমিতে চলে যাবে কলকাতা৷ তেমনি রায়পুরের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে একমাত্র ইডেনে পাওয়া জয় দিয়ে কেকেআরকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারবে৷
২২ মে, ২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে