মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ১২:১৩:২১

বিরাট কোহলি শেষ কবে শূন্য রানে আউট হয়েছিলেন, জানেন?

বিরাট কোহলি শেষ কবে শূন্য রানে আউট হয়েছিলেন, জানেন?

স্পোর্টস ডেস্ক: এই তথ্য বার করতে আমাদেরও রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে। ক্রিকেটারটির নাম যে বিরাট কোহলি।

ল অফ অভ্যারেজ, ক্রিকেটের যাবতীয় ধারাবাহিকতার নিয়ম ভেঙে দিয়ে পরের পর ম্যাচে রান করছেন বিরাট কোহলি। কখনও তাঁর সঙ্গে সচিন তেন্ডুলকরের তুলনা করা হচ্ছে, কখনও আবার তুলনা করা হচ্ছে ডন ব্র্যাডম্যানের। চলতি আইপিএল-এ চারটে শতরান করে হাজার রানের দিকে এগোচ্ছেন বিরাট।

বিরাটের ব্যাটে রানের বিস্ফোরণ নিয়ে চর্চা এখন একঘেয়ে হয়ে গিয়েছে। তাই অন্য রকমভাবে ভাবতে বাধ্য করছেন বিরাট নিজেই। আচ্ছা বলুন তো, শেষ কবে বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছিলেন?

বিরাট কোহলির ব্যাটে রানের খরা শেষ কবে এসেছিল সেটাই মনে করা দুষ্কর। তো তিনি কবে শূন্য করেছিলেন! এই তথ্য বার করতে আমাদেরও রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে। ক্রিকেটারটির নাম যে বিরাট কোহলি। তথ্য বলছে, বিরাট কোহলি একদিনের ম্যাচে শেষবার শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৪ সালের ২৭ অগস্ট। কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হন বিরাট। আর টেস্ট ম্যাচেও তার মাত্র কয়েকদিন আগে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। সেই শেষ। তার পরে আর বিশ্বের কোনও বোলার বিরাটকে শূন্য রানে ফেরাতে পারেননি। আসলে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই সিরিজে খারাপ ফর্মের মধ্যে দিয়ে গিয়েছেন বিরাট। এর পরে ২০১৫ বিশ্বকাপও খুব একটা ভাল যায়নি বিরাটের। কিন্তু শূন্য রানে কখনও ফিরতে হয়নি। দু’একবার এক রানেও আউট হয়েছেন।

আর টি-২০তে জাতীয় দলের হয়ে বিরাটের নামের পাশে কোনও রান ছিল না ২০১৬-র এশিয়া কাপে ইউএই-র বিরুদ্ধে। সেই ম্যাচে আসলে বিরাটকে ব্যাট করতেই নামতে হয়নি! ক্রিকেটপ্রেমীরা অবশ্য বিরাটকে এই স্বপ্নের ফর্মেই দেখতে চাইবেন।-এবেলা
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে