মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ১২:৩০:৩৪

ক্রিকেটারদের নামের বানান নিয়ে তোলপাড়!

 ক্রিকেটারদের নামের বানান নিয়ে তোলপাড়!

 

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক: এই না-হলে ভারতীয় ক্রিকেট। নির্বাচকরা ভারতীয় ক্রিকেটারদের নামই ভাল করে জানেন না। নামের বানান যেমন—তেমন লেখেন। সেই নামের বানান পুরোটাই ভুল। যার পরেই সর্বত্র শুরু হয়ে যায় আলোচনা।
When the Indian selectors got it all wrong
নামের বানান-ই ভুল করল বিসিসিআই

সোমবার জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। জিম্বাবোয়ে সফরের দলে রীতিমতো চমক রয়েছে। দল ঘোষণার আগে থেকে শোনা যাচ্ছিল মহেন্দ্র সিংহ ধোনি যাবেন না। তাঁর জায়গায় অন্য কেউ ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। অবশ্য যা রটে, তার তো সব সত্যি হয় না। ধোনিই শেষ পর্যন্ত জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলকে  নেতৃত্ব দিচ্ছেন। জিম্বাবোয়ে সফরের পরেই ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।


দল নির্বাচিত করার পরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে টিম শিটটাই দিয়ে দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে অনেক ক্রিকেটারের নামের বানান ভুল। যেমন, মণীষ পাণ্ডের ইংরেজি নামের বানান Manish Pandey। টিম শিটে লেখা Maneesh Pandey। যশপ্রীত বুমরাহর নামের বানান Jasprit Bumrah। টিম শিটে লেখা রয়েছে Jaspreet Bumrah।


অম্বাতি রায়ডুর সঠিক বানান Ambati Rayudu। বানান ভুলে তিনি হয়ে গিয়েছেন Ambatti Raydu। বাংলার মহম্মদ সামির সঠিক বানান Mohammad Shami। ভুল বানানের সৌজন্যে তিনি হয়ে গিয়েছেন Mohamed Shami। ভুবনেশ্বর কুমারের নাম আদ্যোপান্ত বদলে গিয়েছে। ভুবির সঠিক নাম Bhuvneshwar Kumar। কিন্তু তিনি হয়ে গিয়েছেন Bhuvanesh Kumar। বাংলার ঋদ্ধিমান সাহার নামের আসল বানান Wriddhiman Saha। বানান ভুলে তিনি হয়ে গেলেন Wridhiman Saha।  নবাগত ফৈজ ফজলের সঠিক বানান Faiz Fazal। নির্বাচকদের পাণ্ডিত্যে তিনি হয়ে গিয়েছেন Faiz Faisal।-এবেলা
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে