মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০১:৪৭:২৮

সাসেক্সে মুস্তাফিজের জায়গায় উইসি

সাসেক্সে মুস্তাফিজের জায়গায় উইসি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ কাউন্টি ক্রিকেট ন্যাটওয়েস্ট ব্লাস্টের দল সাসেক্সের হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের। তবে তিনি এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ভারতে রয়েছেন। ফলে সাসেক্সের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলা তার পক্ষে সম্ভব নয়। আর ওই দুটি ম্যাচের জন্য সাসেক্স দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড উইসিকে চুক্তিবদ্ধ করেছেন।

সাসেক্স এবার দু’জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এরা হলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলর ও বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তবে মুস্তাফিজ এখন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। আর দলটি প্লে অফে যাওয়াতে মুস্থাফিজের সাসেক্সে যোগ দিতে কিছুটা দেরি হবে। ফলে প্রথম দুটি ম্যাচে তিনি থাকতে পারবেন না। আর তার অনুপস্থিতিতে সাসেক্স উইসির সঙ্গে চুক্তি করেছে।

মুস্তাফিজের অনুপস্থিতিতে উইসির সাসেক্সে ঘরের মাঠে প্রথম ম্যাচে সামারসেটের বিপক্ষে আগামী ১ জুন এবং সারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩ জুন মাঠে নামার কথা রয়েছে।

সাসেক্সের প্রধান কোচের দায়িত্বে থাকা মার্ক ডেভিস বলেন, ‘এটা খুবই ভালো যে ডেভিড আইপিএল থেকে সরাসরি সাসেক্সে যোগ দিতে যাচ্ছে। টি২০ ফরম্যাটের জন্য সে খুবই সুদক্ষ একজন ক্রিকেটার। সে দক্ষিণ আফ্রিকার হয়ে এ ফরম্যাটে বেশ ভালো অবদান রেখেছে।’

উইসি এ বিষয়ে বলেন, ‘আমি খুবই উত্তেজনা অনুভব করছি সাসেক্সে যোগ দেওয়ার জন্য। আমি সব সময়ই ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে ইচ্ছুক ছিলাম। আইপিএলে আমার সতীর্থ ক্রিস জর্দান ও সাসেক্সের কোচ ডেভিড মার্কের সঙ্গে কথা বলে এই ক্লাবটি সম্পর্কে অনেক ভালো কথা আমি জানতে পেরেছি।’

উইসিও বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। তবে তিনি এ টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন। আইপিএলে তারই সঙ্গে একই দলে খেলছেন সাসেক্সের হয়ে খেলতে যাওয়া ক্রিস জর্দানও।

৩১ বছর বয়সী উইসি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬টি ওয়ানডে ম্যাচ ও ২০টি টি২০ ম্যাচ খেলেছেন। গত বছর ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ২০ রানে ৫ উইকেট নেন উইসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার সেরা পারফরম্যান্স।-দ্য রিপোর্ট
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে