মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০২:৩৯:১০

ইংল্যান্ড সফরের আগে বিপাকে লঙ্কানরা

ইংল্যান্ড সফরের আগে বিপাকে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক: পিঠের নিচের দিকে টান পড়ায় ইংল্যান্ড সফরে আর খেলা হচ্ছে না শ্রীলঙ্কান পেসার দুশমান্থা চামিরার। এর আগে ইনজুরির কারণে শীর্ষ পেসার ধাম্মিকা প্রসাদ বাদ পড়ায় বেশ বিপাকেই পড়েছে লঙ্কানরা। পরবর্তী চিকিৎসা ও বিশ্রামের জন্য চামিরা কলম্বোতে ফিরে যাচ্ছেন বলেই শ্রীলঙ্কান ক্রিকেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হেডিংলিতে প্রথম টেস্ট পরাজয়ে শ্রীলঙ্কার অল্প যে কয়জন খেলোয়াড় নিজেদের প্রমাণ করেছেন তার মধ্যে চামিরা অন্যতম। নিজের গতি দিয়ে এই পেসার সবাইই খুশী করেছেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক জনি ব্যারিস্টোর উইকেটসহ তিনটি উইকেট দখল করেছেন। ইনজুরির পরপরই ২৪ বছর বয়সী এই পেসারের এমআরআই/সিটি স্ক্যান করা হয় যেখানে তার পিঠের নিচের দিকে ইনজুরি ধরা পড়েছে।

মেডিক্যাল দল তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে, ধারণা করা হচ্ছে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে জুলাইতে হোম সিরিজেও হয়ত তার আর খেলা হবে না।

দ্বিতীয় বোলার হিসেবে চলমান ইংল্যান্ড সফর থেকে বাদ পড়লেন চামিরা। এর আগে কাঁধের ইনজুরির কারণে আরেক পেসার প্রসাদ দেশে ফিরে গিয়েছেন।

ধারণা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চামিরার বদলী খেলোয়াড় হিসেবে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করবে সানাত জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।-নয়া দিগন্ত
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে