মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০৫:০৪:৩১

সবার আগে টাইগার তামিমই করলেন ৬০১৭ রান

সবার আগে টাইগার তামিমই করলেন  ৬০১৭ রান

স্পোর্টস ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আজ অনন্য এক নতুন রেকর্ড গড়লেন টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে আজ ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আবাহনীর অধিনায়ক।

মঙ্গলবার বিকেএসপিতে ৬ হাজার রান থেকে মাত্র ৩৮ রান দূরে থেকে গাজী গ্রুপের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন তামিম। ইনিংসের ১৮তম ওভারে পাকিস্তানের সাঈদ আনোয়ার জুনিয়রের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি রেকর্ড বুকে নিজের নাম লিখান। আউট হওয়ার আগে খেলেন ৫৫ রানের দারুণ এক ইনিংস। ফলে তার রান হয় ৬০১৭।

এদিন হার্ডহিটার তামিমের পাশাপাশি রেকর্ড গড়ার হাতছানি ছিল মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিমের সামনেও। কারণ ৫৯০৩ রান নিয়ে তামিমের পরই অবস্থান করছিলেন মুশফিক।

কিন্তু পারেননি মুশফিক। তবে বাংলাদেশের টেস্ট দলপতি এদিন রানের খাতা খোলার আগেই রুবেলের বলে সাজঘরে ফিরেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে শীর্ষ ৫ এর বাকি তিন ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান (৫২৭৬ রান), মাহমুদউল্লাহ রিয়াদ (৫০৮০ রান) ওমোহাম্মদ আশরাফুল (৪৬৭১ রান)।
২৪ মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে