বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৪২:১৪

পাকিস্তান সফর করা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন পাপন

পাকিস্তান সফর করা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন পাপন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ কি পাকিস্তান সফরে যাবে? এই প্রশ্নটি সামনে এসেছে বারবার। তবে এবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দল কয়েকদিন আগে পাকিস্তান সফরে যায়। প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষে বাংলাদেশে আসলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বেশ সময় নেয় বিসিবি।

তবে পাপন পাকিস্তানকে হতাশ করেননি। সুসংবাদ দিয়েছেন তিনি। পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিসিবি সভাপতির এই ঘোষণার সাথে সম্পর্কিত অনেক কিছুই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান বলেছিলেন, বাংলাদেশ আমাদের দেশ সফর করা নিয়ে অন্যরকম কোনো সিদ্ধান্ত নিলে সে দেশের সাথে আমাদের সম্পর্ককে নতুন করে ভেবে দেখব।

অর্থাৎ বিপিএলে সে দেশের ক্রিকেটারদের অংশগ্রহণ করার বিষয় নিয়ে ছিলো এটি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাপন জানান, পাকিস্তান সফরে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা পাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আরও জানান, লাহোর ও করাচি ভেন্যুতে বাড়তি নিরাপত্ত্বা রাখবে পাকিস্তান সরকার।
২৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে