বুধবার, ২৫ মে, ২০১৬, ০৫:৫৬:১২

জয়ের নায়ক এবার তাসকিন

জয়ের নায়ক এবার তাসকিন

স্পোর্টস ডেস্ক: আগের দিন দুপুরের পর বৃষ্টি হওয়ায় ঢাকা প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। আজ বিকেএসপিতে রিজার্ভ ডে-তে গাজী গ্রুপকে ৩২ রানে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রেখেছে আবাহনী। সবাইকে ছাপিয়ে আবাহনীর ম্যাচে ফেরার দিনের জয়ের নায়ক গতি তারকা তাসকিন আহমেদ।  

গতকাল মঙ্গলবার ব্যাট হাতে আবাহনীর বিদেশি ক্রিকেটার রজত ভাটিয়া খেলেছেন অপরাজিত ৯০ রানের ইনিংস। বুধবার তিনি বল হাতে নেন আরও দুটি উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কার তালিকায় ছিলেন রজত ভাটিয়াও!

এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্স হারলেও অতিমানবীয় এক ইনিংস খেলেছেন এই দলের ওপেনার শামসুর রহমান শুভ। তিনি ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। যদিও এমন ইনিংস খেলে ম্যাচ জেতাতে পারেননি শামসুর রহমান।

তাই ম্যাচ সেরার পুরস্কারের লড়াই রজত ভাটিয়া ও তাসকিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অষ্টম রাউন্ডের ম্যাচে তাসকিন ৯ ওভার বল করে ৩২ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট।

মূলত তাসকিনের বোলিংয়ে গাজী গ্রুপের টপ অর্ডার ধসে পড়ে। তিনি প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করে ৩টি উইকেট তুলে নিয়েছেন ১৩ রান খরচায়। যাতে ছিল একটি মেডেন ওভারও।

শুরুটা করেন অবশ্য এনামুল হক বিজয়কে শূন্য রানে ফিরিয়ে। বুধবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের তিন ব্যাটসম্যান (এনামুল, মেহেদী হাসান ও ফরহাদ হোসেন) রানের খাতা খুলতে ব্যর্থ হন। এই তিনজনের উইকেটই নিয়েছেন তাসকিন আহমেদ।  শুধু তাই নয় আবাহনীকে ভড়কে দেওয়া শামসুর রহমানকেও ফেরান তাসকিন আহমেদ। তাইতো ম্যাচ সেরাকে খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়নি।
২৫,মে,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে