স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে চলছে স্নায়ু যুদ্ধ। এই যুদ্ধের চিত্রটা দেখলেই বুঝতে পারবেন কতটা প্রতিযোগিতা এখানে। এর আগেই বলা হয় ড্র হওয়ার কোনো সম্ভবনা নেই বাংলাদেশ ও ভারতের প্রথম তিন দিনের ম্যাচে।
হয় বাংলাদেশ নয় ভারত জিতবে এই ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১৮১ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে। কিন্তু বাংলাদেশের বোলিং আক্রমনের বিপক্ষে শুরুতেই হোচট খেতে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা।
তবে চিদাম্বারাম ঝড়ো ইনিংস খেলে ভারতকে বেশ এগিয়ে দিয়ে আউট হন। ৩ উইকেট হারিয়ে ভারতের দলীয় রান যখন ৭৩ তখন তার ব্যাট থেকে আসে ৪৯ রান।
আল আমিন, রাব্বি ও সজীব একটি করে উইকেট নিয়েছেন। এখনো ভারতের দরকার ১০৮ রান। বাংলাদেশের দরকার নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতকে অলআউট করা।
বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে কোন দেশ? এ প্রশ্নের উত্তর দেয়াটা এই মূহুর্তে বেশ কঠিন। বলা যায় দুই পক্ষই সমানে-সমান।
বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় ৩ দিনের ম্যাচ শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
২৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর