স্পোর্টস ডেস্ক : ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার নজর কাড়েন গোটা বিশ্বের। সৌম্য সরকার ও সাব্বির রহমান এদের মধ্যে শীর্ষভাগে।
টেস্টে ভালো খেলে ছোট ব্যাডম্যান হিসাবে পরিচিতি পান মুমিনুল হক। এই তিন তারকাসহ শক্তিশালী স্কোয়াড নিয়ে ভারত সফরে যায় বাংলাদেশ।
ভারতের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত ৩ দিনের আদলে টেস্ট ম্যাচ শেষ হয়েছে এরই মধ্যে। ওয়ানডে সিরিজে হারার পরে ৩ দিনের ম্যাচেও সাতকাহন মুমিনুলদের। এখানে ভারতের জন্য সুসংবাদ অন্যদিকে বাংলাদেশের জন্য দুঃসংবাদ!
শেষ দিকে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। কিন্তু তাতে কাজ হয়নি। এই আদলের দুটি ম্যাচের প্রথমটি জিতে নিয়েছে ভারত। ভারতীয় দল কর্নাটক ৪ উইকেটে জয় পেয়েছে।
ভারতের লক্ষ্য ছিল ১৮১ রান। রান সংগ্রহ করার তাড়া ছিল ভারতের। ৬ টি উইকেট হারালেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে ভারত। এর মধ্যেমে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
২৪ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর