স্পোর্টস ডেস্ক: চেলসির তারকা ফুটবলার দিয়েগো কস্তা তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। গত শনিবার আর্সেনালের বিপক্ষের খেলতে নেমে মেজাজ হারিয়ে খারাপ আচরণ করায় তাকে এ শাস্তি দেয়া হয়। আর্সেনালের খেলোয়াড় গ্যাব্রিয়েল ও লরেন্ট কোসিয়েলনির সঙ্গে সেদিন সেই আচরণের দণ্ড হিসেবে তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফুটবল সংস্থা (এফএ)। এই নিষেধাজ্ঞার ফলে চেলসির হয়ে তিনি পরবর্তী তিন ম্যাচে অংশ নিতে পারবেন।
কস্তা ও কোসিয়েলনির ঘটনাটা ম্যাচ অফিসিয়ালসরা দেখেননি বলে জানান। ফলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এফএ ভিডিও ফুটেজের দ্বারস্ত হয়। ভিডিও ফুটেজ দেখেই তারা কস্তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
তবে এফএ এর এমন সিদ্ধান্তে চেলসি বেশ হতাশ হয়েছে। বিষয়টি তারা এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে লিগ কাপে ওয়ালসাল, প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ও সাউদাম্পটনের বিপক্ষে কস্তাকে দলে পাবে না চেলসি।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ