বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৩:৩৩:৩৬

বলুন তো, আইপিএলে সাকিবরা রঙিন জুতো পরেন কেন?

বলুন তো, আইপিএলে সাকিবরা রঙিন জুতো পরেন কেন?

স্পোর্টস ডেস্ক: দিনে দিনে আধুনিকায়ন হচ্ছে ক্রিকেট। বদলে যাচ্ছে পুরোনো ধারা গুলো। সংযোজন-বিয়োজনের মধ্যেই অগ্রসর হচ্ছে জনপ্রিয় এই খেলাটি। সেই সাথে বদলে যাচ্ছে ক্রিকেট খেলার সামগ্রীও। এই যেমন খেলাতে আম্পায়ার মাথায় ব্যবহার করছেন হেলমেট। আবার খেলোয়াড়রা পরছেন রঙ-বেরঙের জুতা। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে কিন্তু, কেন এই রঙিন জুতো?

সদ্য শেষ হওয়া আইপিএলের নবম আসরে প্রায় সব তারকা খেলোয়ড়রা দু-তিন রঙের রঙিন জুতো পড়ে খেলেছেন। অনেকে এর ব্যাখ্যায় বলেছেন ব্যাটসম্যান বা বোলারের মনোযোগ নষ্ট করার জন্যই এ রকম জুতো পড়া হয়েছে।

কিন্তু, আসল কারণটা পাওয়া গেল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা জাতীয় দলের অলরাউন্ডার যুবরাজ সিংয়ের কাছে। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এটা শুধুই আইপিএলের ক্রীড়া সামগ্রীর স্পন্সর পুমার একটি কৌশল। এটা শুধুই তাদের খেলাকে আরও স্টাইলিশ করার একটা কৌশল।’

এই কৌশলে যে পুমা শতভাগ সফল তা কোম্পানির পক্ষ থেকেই স্বীকার করা হয়েছে। কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাকে আরও রঙিন করার তাদের এই কৌশল বেশ জনপ্রিয়তা পেয়েছে। পুরো বিশ্ব জুড়ে এখন এই নতুন জুতো অর্ডার হচ্ছে। শুধু জুতোই না পুমার পক্ষ থেকে রঙিন প্যাড ও গ্লাভসও বাজারে আনা হয়েছে।
৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে