বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৪:২৯:০৮

চলুন দেখে নিই, ২০১৭ এর জুন পর্যন্ত বাংলাদেশের সম্ভাব্য সফর সূচি

চলুন দেখে নিই, ২০১৭ এর জুন পর্যন্ত বাংলাদেশের সম্ভাব্য সফর সূচি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের ২০১৭ চ্যাম্পিয়ানস ট্রফিতে খেলার সুযোগ মেললেও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবতে হচ্ছে তাদের।  বর্তমান ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ দলের অবস্থান সপ্তমে। এই র‍্যাঙ্কিং আগামী এক বছর ধরে রাখতে পারলে তবেই ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে মাশরাফিরা।

বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার এই মাঝের সময়টায় বাংলাদেশের থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের।

২০১৭ সালের জুন মাস পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো সহ মোট ১৯ টি ম্যাচ দেশের বাইরে খেলার কথা রয়েছে টাইগারদের।  চলুন দেখে নেয়া যাক ২০১৭ সালের জুন মাস পর্যন্ত টাইগারদের সম্ভাব্য সফর সূচি-
 সময় সূচি                          ম্যাচ ও টুর্নামেন্ট          ম্যাচ সংখ্যা
অক্টোবর-নভেম্বর, ২০১৬          ইংল্যান্ড                 ৩
ডিসেম্বর ২০১৬- জানু, ২০১৭     নিউজিল্যান্ড             ৩
ফেব্রুয়ারি, ২০১৭-মার্চ            শ্রীলঙ্কা                      ৩
এপ্রিল, ২০১৭                          পাকিস্তান                 ৩
মে, ২০১৭                           আয়ারল্যান্ড                 ৪
জুন, ২০১৭                         চ্যাম্পিয়ন্স ট্রফি             ৩+
৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে