বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৫:৫০:১৮

‘মুস্তাফিজ-তাসকিন-সৌম্যই বদলেছে বাংলাদেশকে’

‘মুস্তাফিজ-তাসকিন-সৌম্যই বদলেছে বাংলাদেশকে’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক এখন ভারতে। ভারতের এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ-সৌম্য সরকার এই তিন ক্রিকেটার মিলে বাংলাদেশ ক্রিকেটের একটা আমূল পরিবর্তন এনেছে, যা আগে কখনও দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেটে।

তিনি বলেন, তামিম-সাকিব-মাশরাফির জোরালো উপস্থিতিতেই তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আমি দেখেছি কীভাবে তাদের মতো তরুণ ক্রিকেটার এগিয়ে এসেছে, কীভাবে তারা একেকটি চ্যালেঞ্জ লুফে নিয়ে লড়েছে। বাংলাদেশ ক্রিকেটের আজকের এই জায়গায় আসার জন্য সব কৃতিত্ব ক্রিকেটারদের।

তিনি বলেন, বাংলাদেশের কন্ডিশন সাধারণত পেসারদের তেমন সুবিধা দেয় না। তার পরেও আমরা চেষ্টা করেছি কন্ডিশনের সঙ্গে মানিয়ে তাদের মধ্যে থেকে সেরাটা বের করে আনার। তার পরও কৃতিত্ব সব খেলোয়াড়দের, তারা নিজেদের কাজ এবং ভূমিকা নিয়ে যথেষ্ট সচেতন এখন। আর এটাই কোনো দলের এগিয়ে যাওয়ার অন্যতম কারণ।
৯ জুন ২০১৬/এমটি নিউজ ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে