বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৬:১৪:২৬

১ বছরে ৫৪ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার ৯২ টাকা আয় করেছেন মেসি

১ বছরে ৫৪ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার ৯২ টাকা আয় করেছেন মেসি

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে একই সময়ে আগে কখনওই একই সাথে তাদের মত দু’জনকে দেখা যায়নি। সেই দু’জন হলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে যেমন তাদের লড়াই চলে গোলের বিচারে বা ফুটবলীয় দক্ষতার বিচারে।

লড়াই একটা চলে মাঠের বাইরেও। আর তার মাপকাঠিটা হল অর্থ। কে কত আয় করেন সেটা নিয়েও একটা লড়াই চলে। আর সেদিক থেকে অবশ্য লিওনেল মেসিকে ছাড়িয়েই গেছেন পতুগির্জের সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইউরোপের বর্ষ সেরা ফুটবলার হওয়ার দৌড়ে লিওলেন মেসি যতই রোনালদো বারবার পিছনে ফেলুন না কেন মেসিও কিন্তু আয়ের তালিকায় পরিমান কম নয়। সম্প্রতি ‘ফোর্বস’ পত্রিকা বিশ্বের সবচেয়ে বেশি আয়কারি ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করেছে তাতে রোনালদো সবার উপরে। ২০১৫ সালে ১২ মাসে তাঁর বার্ষিক আয় ছিল ৫৮ কোটি ৭২ লক্ষ ২৩ হাজার ৫৬০ টাকা।

রোনালদোর পিছনে দ্বিতীয় স্থানে থাকা মেসির আয় ৫৪ কোটি ৩৮ লক্ষ ৪৯ হাজার ৯২ টাকা। সবচেয়ে বেশি আয়কারী ক্রীড়াবিদদের তালিকায় চতুর্থ স্থানে আছেন রজার ফেডেরার। তাঁর আয় ৪৫ কোটি ২৪ লক্ষ ২৯ হাজার ৬১ টাকা। ৬ নম্বর স্থানে আছেন নোভাজ জোকোভিচ।
৯ জুন,২০১৬/এমটি নিউজ২৪/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে