বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৬:২৬:৩৫

শচীনের রেকর্ড ভাঙায় রূপার ব্যাট পেলেন কুুক

শচীনের রেকর্ড ভাঙায় রূপার ব্যাট পেলেন কুুক

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ টেস্ট সিরিজের ২য় ম্যাচে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইংলিশ অধিনায়ক অ্যালেস্টার কুক। কুক এই কীর্তি গড়েন ৩১ বছর ১৫৭ দিনে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি রেকর্ড গড়েছিলেন ৩১ বছর ৩২৬ দিনে।

এরই স্বীকৃতি হিসেবে রূপার ব্যাট উপহার পেয়েছেন কুক। এছাড়া কুকই একামাত্র ইংলিশ ক্রিকেটার যিদি টেস্ট ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেছেন।

কুকের আগে টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের পূর্ণ করেছেন ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, মাহেলা জয়াবর্ধনে, সুনিল গাভাস্কার, জ্যাক ক্যালিস, অ্যালান বোর্ডার, শিবনারায়ণ চন্দরপল ও স্টিভ ওয়াহ।
৯ জুন ২০১৬/এমটি নিউজ ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে