বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ০৮:১৯:৫৫

শ্রীলংকার হয়ে খেলবেন এই মুসলিম খেলোয়াড়টি

শ্রীলংকার হয়ে খেলবেন এই মুসলিম খেলোয়াড়টি

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বিস্ময়কর ভাবে শ্রীলংকান দলে ডাক পেয়েছেন অল-রাউন্ডার মোহাম্মদ ফারভিজ মাহারুফ। ৩১ বছর বয়সী মাহারুফ ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ঢাকায় সর্বশেষ ওয়ানডেতে শ্রীলংকাকে প্রতিনিধিত্ব করেছিলেন।

২০১৫-১৬ মৌসুমে শ্রীলংকার লিস্ট-এ টুর্নামেন্টে মাহারুফ দারুন পারফর্ম করেছিলেন। ৬.৩১ গড়ে সেখানে তিনি ১৬ উইকেট দখল করেন। অভিজ্ঞ এই অল-রাউন্ডার দীর্ঘ ক্যারিয়ারে ২২টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও সাতটি টি২০ ম্যাচ খেলেছেন।

শ্রীলংকা ক্রিকেট আরো ঘোষণা দিয়েছে দলে শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে ওয়ানডে সিরিজে দানুষ্কা গুনাথিলাকা, সিকুজে প্রসন্ন, সুরাজ রানদীভ ও উপল থারাঙ্গাকে উড়িয়ে আনা হবে। এর মধ্যে ২০১৪ সালের পর থেকে রানদীভ দলের বাইরে রয়েছেন। তবে ঘরোয়া সীমিত ওভারের লীগে তিনি ভাল করেছেন। তাছাড়া ২০১৫ সালের জুলাইয়ের পর থেকে দলে বাইরে রয়েছেন থারাঙ্গা ও প্রসন্ন। এদের মধ্যে শুধুমাত্র নিউজিল্যান্ড সফরে থাকা গুনাথিলাকা নিজের স্থান ধরে রেখেছেন।

বছরের শুরুতে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দেয়া রঙ্গানা হেরাথের অনুপস্থিতি অনুভব করবে লংকানরা। এছাড়া ইনজুরির কারনে দুশমান্থা চামিরা ও ধাম্মিকা প্রসাদ ও ব্যক্তিগত কারনে দলে থাকতে পারছেন না তিলকেরত্নে দিলশান।

আগামী ১৬ ও ১৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে সফরকারীদের দুটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ২১ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।
৯ জুন ২০১৬/এমটি নিউজ ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে