বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১০:১৭:১২

১০ বছর পর সাঙ্গাকারার কাছে ক্ষমা চাইলেন ম্যাককালাম

১০ বছর পর সাঙ্গাকারার কাছে ক্ষমা চাইলেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক: বিতর্কের জায়গা যে শুরু ঘরে তা নয়, খেলার মাঠেও যে বড় বড় বিতর্কের জন্ম দেন খেলোয়াড়রা কিংবা ম্যাচ রেফারিরা। তা দেখেছে ক্রীড়ামোদীরা শতবার।

তবে খেলার মাঠে পূর্বে ঘটে যাওয়া এমন কতগুলো বিতর্কি রয়েছে যা কিনা ক্ষমার যোগ্য নয়। আর এমনি একটি অযোগ্য বিতর্কের ক্ষমা পাওয়ার জন্য শ্রীলঙ্কার গ্রেট ক্রিকেটার কুমার সাঙ্গাকারার কাছে প্রার্থনা করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

গত সোমবার ইংলিশ কাউন্টি টুর্নামেন্টের উপস্থাপকের ভুমিকা পালন করতে গিয়ে ম্যাককালাম ১০ বছর আগে ঘটে যাওয়া বিতর্কিত রান আউটের জন্য সাঙ্গাকারার কাছে ক্ষমা চান।

উল্লেখ্য, ১০ বছর আগে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ওই ঘটনা ঘটেছিল। ম্যাককালাম বিতর্কিতভাবে রান আউট করেছিলেন মুরলিকে। ওই টেস্টে টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। কিন্তু মাত্র ১৫৪ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাল্টা কিউই ইনিংসে মুরলির নেতৃত্বে আঘাত হানে শ্রীলঙ্কার বোলারারা। মুরলী ৪ উইকেট নেন। চামিন্ডা ভাস ৩ উইকেট দখল করেন। শ্রীলঙ্কা বোলারদের দাপটে মাত্র ৫২ রানের লিড নিয়ে ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।

সাঙ্গাকারার দুরন্ত সেঞ্চুরি সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানে অল আউট হয়ে যায়। শ্রীলঙ্কার স্কোর তখন ৯ উইকেটে ১৬৯। ৯৯ রানে অপরাজিত সাঙ্গাকারা। সঙ্গা ডিপ ফাইন লেগে বল পাঠিয়ে সহজে ১ রান সংগ্রহ করে তার শতরান পূর্ণ করেন। রান পূর্ণ করে মুরলি বল ডেড হওয়ার অপেক্ষা না
করেই সাঙ্গাকে শতরানের জন্য অভিনন্দন জানাতে ক্রিজের বাইরে বের হওয়ামাত্র উইকেটরক্ষক ম্যাককালাম স্ট্যাম্পের বেল ফেলে দেন। আম্পায়ার মুরলিকে আউট ঘোষণা করেন। ওই ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হয়।

২০০৬ সালে ডিসেম্বরের ঘটে যাওয়া সেই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ম্যাককালাম বলেন, ১০ বছর আগে মুরলি ওইভাবে রান আউট করার ঘটনাটি এখন আমি আলাদাভাবে ভাবি। আমি মনে করি, ওই কাজটা না করলেই পারতাম। সাঙ্গাকারা এখানে রয়েছে। সঙ্গা, আমি তোমাকে শ্রদ্ধা করি। তোমাকে বন্ধু বলে মনে করি। আর সেদিনের সেই কাজের জন্য আজকের দিনটায় তোমার ও মুরলির কাছে ক্ষমা চাইছি।
৯ জুন,২০১৬/এমটি নিউজ২৪/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে