বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১০:৪১:২৮

‘মেসির কোনো ব্যক্তিত্ব নেই’

‘মেসির কোনো ব্যক্তিত্ব নেই’

স্পোর্টস ডেস্ক : পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বগুণ নিয়ে মোটেও সন্তুষ্ট নন দেশটির ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা।

বৃহস্পতিবার প্যারিসে এক প্রদর্শনী ম্যাচে একত্রিত হয়েছিলেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি মারাদোনা ও পেলে। সেখানে বর্তমানের সেরা ফুটবলার মেসির প্রসঙ্গে ম্যারাডোনার কাছে জানতে জান ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে।

তার জবাবে ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকা মারাদোনা বলেন, সে(মেসি) সত্যি খুব ভালো মানুষ, কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই। তার মধ্যে নেতৃত্বগুণের কমতি আছে।

মারাদোনার মন্তব্য প্রসঙ্গে পেলে বলেন, ওহ, আমি বুঝতে পেরেছি, আমাদের সময়ে আমরা যেমন ছিলাম সে(মেসি) তেমন নয়। সত্তর দশকে আমাদের(ব্রাজিল) দলে রিভেলিনিয়ো, গার্সন, তোস্তাওয়ের মতো অনেক ভালো খেলোয়াড় ছিল।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা বর্তমান দলের মতো নয়, যে দল শুধুই মেসির উপর নির্ভর করে। তিনি (মারাদোনা) বলছেন, নি:সন্দেহে মেসি একজন ভালো খেলোয়াড় কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই।

ক্লাব বার্সেলোনার হয়ে মেসি যতটা দুর্দান্ত, জাতীয় দলের হয়ে ঠিক ততটা নন। এ জন্য অনেকবারই সমালোচনা সইতে হয়েছে মেসিকে। স্পেনের ক্লাবটির হয়ে সব শিরোপা একাধিকবার জিতলেও দেশের হয়ে এখন পর্যন্ত তার অর্জনের ভাণ্ডার শূন্য।
৯ জুন ২০১৬/এমটি নিউজ ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে