বৃহস্পতিবার, ০৯ জুন, ২০১৬, ১১:৩৯:৪৯

১১ ম্যাচে ২২ উইকেট পেয়ে সবার উপরে মাশরাফি

১১ ম্যাচে ২২ উইকেট পেয়ে সবার উপরে মাশরাফি

স্পোর্টস ডেস্ক: চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর প্রথম রাউন্ড শেষে মোট ১১ ম্যাচে ২২ উইকেট পেয়েছেন দেশি বোলারদের মধ্যে সবার উপরে উঠে গিয়েছেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অন্যদিকে, বিদেশি বোলারদের মধ্যে ১টি উইকেট বেশি পেয়ে মাশরাফি থেকে উপরে শুধু শ্রীলংকান স্পিনার প্রসন্ন ডি সিলভা। ভিক্টোরিয়ার এ বিদেশি ১১ ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট।

এছাড়া, এখন পর্যন্ত লিগে এক ইনিংসে সর্বাধিক ৬ উইকেট নেয়ার কৃতিত্বও দেখিয়েছেন এ দুই বোলার সহ আবাহনীর জুবায়ের হোসেন। ভিক্টোরিয়ার আরেক পেসার কামরুল ইসলাম রাব্বিও মাশরাফির সমান ২২ উইকেট পেয়েছেন, তবে রান গড়ে বেশ পিছিয়ে তিনি।

এবার ব্যাটের পাশাপাশি বল হাতেও চমক দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার দলের এই অলরাউন্ডার ব্যাটে ৪৯৭ রান করার সাথে সাথে ২০ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন। আর ২০টি উইকেট নিয়ে পঞ্চম অবস্থানে আছেন মোহামেডানের নাঈম ইসলাম জুনিয়র।
৯ জুন,২০১৬/এমটি নিউজ২৪/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে