শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১২:৫৪:১৯

বিশ্ব সেরা কাটার মাস্টার মুস্তাফিজ এর পুনর্বাসন শুরু

বিশ্ব সেরা কাটার মাস্টার মুস্তাফিজ এর  পুনর্বাসন শুরু

স্পোর্টস ডেস্ক :আইপিএল জয় করে ঢাকা পৌঁছায় মুস্তাফিজুর রহমান। নারির টানে বাড়ি যাবার সৌভাগ্যটা হয়নি তার ।  পরদিন ফিজিও বায়েজিদুল ইসলামকে দেখিয়ে ‘ছুটি’ পায় মুস্তাফিজ । পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বুধবার রাতে আবারও ঢাকায় এসেছেন মুস্তাফিজ।

বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া। পুনর্বাসন প্রক্রিয়া তিন থেকে চার সপ্তাহ ধরে চলতে পারে।

ফিজিও বায়েজিদুল ইসলামের বলেন, ‘মুস্তাফিজ কীভাবে রেসপন্স করে সেটা বড় বিষয়। ও ভালোমতো রেসপন্স করলে দ্রুত সেরে উঠতে পারবে।’

কাঁধ ও সাইড স্ট্রেনের সমস্যা অনেকটা কেটে গেছে মুস্তাফিজের। ডান পায়ের হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেল সমস্যা নিয়ে মূলত কাজ করবেন এখন।
পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখানে।’

 পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখানে।’

 পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখানে।’
পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখানে।’
পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখানে।’
পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখানে।’

 পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখ
পুনর্বাসন প্রক্রিয়ায় মুস্তাফিজ কীভাবে কাজ করবেন, সে ধারণা দেন ফিজিও, ‘আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব এবং দেখবো যে প্রতি সপ্তাহে ও কতটুকু উন্নতি করেছে। ওর উন্নতির ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। ওকে আমরা কয়েকটা সেশন ট্রিটমেন্ট করাব, কয়েকটা সেশন জিম করাব, কয়েকটা সেশন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, রানিংও করবে ও। এভাবেই পুরো পরিকল্পনা করে একটা পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়েছে।’

শুধু ফিজিও নন, মুস্তাফিজকে নিয়ে কাজ করবেন ট্রেনার মারিও ভিল্লাভারায়েনে ও কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। বায়েজিদুল ইসলাম বলেন, ‘আমি ফিজিও থেরাপিস্ট ট্রিটমেন্টটা করছি। ওর জন্য কাজ করবে ট্রেনারও। কোচও সম্পৃক্ত আছেন এখা
 প্রথম সপ্তাহে প্রতিদিন ফিজিও থেরাপি সেশন চলবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা। এরপর ট্রেনারের সঙ্গে দুই ঘন্টা কাজ করবেন মুস্তাফিজ।। দুই ঘন্টায় একাধিকবার বিশ্রাম পাবেন। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে পুনর্বাসনের সময় বেড়ে যাবে বলে জানিয়েছেন ফিজিও।  
 
মুস্তাফিজের সাসেক্সের হয়ে খেলাটাও এখন নির্ভর করছে তার ফিটনেসের ওপর। শতভাগ ফিট হতে মুস্তাফিজের কত সময় লাগতে পারে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সংশ্লিষ্টরা।

১০জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে