শুক্রবার, ১০ জুন, ২০১৬, ০১:০৯:১৪

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন ফেডারেশন কাপ

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন ফেডারেশন কাপ

স্পোর্টস ডেস্ক:শুক্রবার (১০ জুন)  টন ফেডারেশন কাপ-২০১৬। এই প্রতিযোগিতা চলবে ২৬ জুন পর্যন্ত।
উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে বিকেল চারটায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আর সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ।

বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ালটন ফেডারেশন কাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুলসহ অন্যান্য কো-স্পন্সর ও বাফুফের কর্মকর্তাগণ।

এবারের ওয়ালটন ফেডারেশন কাপে ১২টি দল অংশ নিতে যাচ্ছে। দলগুলোকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের খেলা। ১৭ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। ২২ ও ২৩ জুন হবে সেমিফাইনাল। আর ২৬ জুন হবে ফাইনাল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার আপ দল ৩ লাখ টাকা প্রাইজমানি পাবে।

এক বক্তব্যে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ফেডারেশন কাপে এর আগেও আমরা ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করেছিলাম। আবারও ফেডারেশন কাপের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ওয়ালটন গ্রুপ ফুটবলের পাশে ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। এবারের ওয়ালটন ফেডারেশন কাপের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে এলইডি টিভি দিয়ে উৎসাহিত করা হবে। এ ছাড়া প্রত্যেকটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।’

ফেডারেশন কাপে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসায় ওয়ালটন গ্রুপ, ওয়ালটন গ্রুপের কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

এবারের ওয়ালটন ফেডারেশন কাপের ‘ক’ গ্রুপে রয়েছে : ঢাকা আবাহনী লিমিটেড, ফেনী সকার ক্লাব ও আরামবাগ ক্রীড়া চক্র।
‘খ’ গ্রুপে রয়েছে : শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী।
‘গ’ গ্রুপে রয়েছে : শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব।
‘ঘ’ গ্রুপে রয়েছে : মোহামেডান স্পোর্টিং ক্লাব, টিম বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

১০জুন২০১৬/এমটিনিউজ২৪.কম/আরিফ/এমএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে