শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১১:১৫:৪০

টেষ্ট ও টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে উন্নতি করতে হবে: মাশরাফি

টেষ্ট ও টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে উন্নতি করতে হবে: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (লিগে) দারুণ ফর্মে রয়েছেন। ইতিমধ্যে ১১ ম্যাচে ২২ ইউকেট নিয়ে লিডিং উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে মাশরাফি।দলকে সামনে থেকে কেবল নেতৃত্বই দেন না বরং দলের বাকি সদস্যদের মতো দলকে দিয়ে যান সেরাটা। ক্রিকেট ক্যারিয়ারে ইঞ্জুরির জন্য সাত-সাতবার অপারেশনের টেবিলে যেতে হলেও তরুণ মাশরাফির সাথে ৩৩ বছর বয়সী মাশরাফির কোন তফাত নেই, এখনো দলের জন্য উজাড় করে দেন নিজের সর্বোচ্চটা।

কলাবাগান ক্রীয়া চক্রকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলতি ডিপিএলে ২২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে হাতেও রেকর্ড গড়েছেন। করেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি।

সম্প্রতি চলতি বছরে নিজের পারফর্ম্যান্স নিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকার মুখোমুখি হন বাংলাদেশ জাতীয় দলের রঙ্গিন পোষাকের এই অধিনায়ক। সেখানে নিজের পারফর্ম্যান্সের পাশাপাশি জাতীয় দলের সতীর্থদের নিয়েও কথা বলেন তিনি।

বল করতে এগিয়ে যাচ্ছেন মাশরাফি স্পিন নির্ভর উইকেটেও দারুণ বল করে বাংলাদেশী পেসারদের মধ্যে চলতি মৌসুমে সবচেয়ে বেশি সফল মাশরাফি। তাই সাফল্যতে নিজে সন্তুষ্ট কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, “পুরোপুরি না। কয়েকটা ম্যাচে আরো ভালো বোলিং করা উচিত ছিল। ব্যাটিংয়েও আরো কনট্রিবিউট হয়তো করতে পারতাম। আমাকে তেমন কিছুর প্রত্যাশা থেকেই কিন্তু কলাবাগান নিয়েছে। সে দায়বোধ অস্বীকার করি কী করে?”

ব্যক্তিগত সাফল্যর পরেও সন্তুষ্ট নন মাশরাফি অথচ আসরের দ্বিতীয় সেরা বোলার তিনি জানান, “আলাদা করে নিজের কথা ভাবলে তো ভালোই লাগে। ভবিষ্যতে যখন আবার খেলতে নামব, তখন এটা আত্মবিশ্বাস জোগাবে। আন্তর্জাতিক ক্রিকেটটা অন্য রকম। তবু আপনি যেকোনো পর্যায়ে ভালো করলে সেটা আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। ছন্দটা থাকে, বোলিংয়ে ছন্দটা খুব জরুরি। পেস বোলারের বেলায় এটা আরো গুরুত্বপূর্ণ। এখন আমি ভালো ছন্দে আছি।”

পাশাপাশি হাথুরুসিংহের ভাষ্যমতে আগামী দুই বছর বাংলাদেশের জন্য স্বর্ণযুগ, এ প্রসঙ্গে মাশরাফির মতবাদ জানতে চাইলে তিনি বলেন, “আমিও চাই সেরকম সময়ের দিকেই এগিয়ে যাক বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু এখনো ভালো খেলছে। তবে একটু খতিয়ে দেখলে দেখবেন বিশেষ কয়েকটা জায়গায় বাংলাদেশ ভালো খেলছে। অনেকগুলো জায়গায় ঘাটতি আছে। সেগুলো শোধরাতে না পারলে আমরা নিজেদের মাঠেই জিততে থাকব, বিদেশে বেশি জেতা হবে না। টেস্ট আর টি-টোয়েন্টিতেও অনেক উন্নতি করতে হবে। টি-টোয়েন্টিতে ইদানীং আমরা অভ্যস্ত হয়ে উঠতে শুরু করেছি। রাতারাতি তো আর সম্ভব না। ওয়ানডে দল হিসেবে আমরা এ পর্যায়েও এসেছি কিন্তু দীর্ঘ পথচলার পর। তাই সত্যিকার অর্থে সর্বোচ্চ পর্যায়ে যেতে আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।”
১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে