শুক্রবার, ১০ জুন, ২০১৬, ১১:৫৫:৪৬

কোপা আমেরিকা থেকে সুয়ারেজদের বিদায়!

কোপা আমেরিকা থেকে সুয়ারেজদের বিদায়!

স্পোর্টস ডেস্ক:কোপায় সবচেয়ে বেশি বার শিরোপা জয়ী দল উরুগুয়েকে বিদায় নিতে হচ্ছে প্রথম রাউন্ড থেকে।অথচ এবার তাদের দলের সেরা খেলায়ার সুয়ারেজ রয়েছে দারুণ ফর্মে। কিন্তু ফর্মে থাকলেও কোন লাভ হলো না তাদের কারন উনজুরির কারন মাঠে নামতে পারেননি লা লিগার সর্বোচ্চ গোলের মালিক। সাইড বেঞ্চ থেকেই টুর্নামেন্ট শেষ করতে হচ্ছে তাকে।শুক্রবার ভোরে বাঁচা মরার ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে দলটি। টানা দুই হারে কোপা আমেরিকার শতবর্ষী আসর থেকে বিদায় নিলো টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি।
সেরা তারকা লুইস সুয়ারেজ ছাড়াও শুরুটা আক্রমাণাত্মক করে তোলে তাবারেজের দল। তবে ফরোয়ার্ডদের ভুলে গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ৩৬ মিনিটে রোনডোনের গোলে পিছিয়ে পড়ে উরুগুয়ে। ভেনিজুয়েলা এগিয়ে যায় ৩৬তম মিনিটে। পরে আর খেলায় ফিরতে পারেনি উরুগুয়ে।

উরুগুয়ের কোচ তাবারেজ এদিন সব চেষ্টাই করেছেন। খেলার মাঝে তিনজন পরিবর্তন করে গোলের চেষ্টা চালান তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
যদিও কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি সুয়ারেজরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরে যায় তারা। ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে মেক্সিকোর সঙ্গে শীর্ষে রয়েছে ভেনিজুয়েলা।
১০ জুন ২০১৬/এমটি নিউজ২৪/তারিকুল/টিআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে