বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৪:১৩

ক্রিকেটের সবচেয়ে বড় ছক্কা!

ক্রিকেটের সবচেয়ে বড় ছক্কা!

এক্সক্লুসিভ ডেস্ক : ব্যাটসম্যানের নাম শওকত আলি। তিনি বিশ্ব ক্রিকেটের বড় কোন দলের খেলোয়াড় নয়। কিন্তু ব্যাট থেকে যখন বলটা মাঠের বাইরে যাচ্ছে তখন সবাই অবাক হয়ে তাকিয়ে । এ কী..এ কী..বলটা কী আকাশে মিলিয়ে গেল নাকি! তাই হবে হয়তো। বল আকাশে থাকা অবস্থাতেই আম্পায়ার হাত তুলে ছয়ের ইশারা (সিগন্যাল) দিয়ে দিয়েছেন। কিন্তু স্টেডিয়াম ছাড়িয়ে বলটা গেল কোথায়! খোঁজ খোঁজ রব। খেলায় ব্যবহার করার জন্য অতিরিক্ত বল ছিল না। তাই ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার,আম্পায়ার থেকে দর্শকরা, সবাই বলের অপেক্ষায়।

খোঁজ খোঁজ রবের পর অবশেষে সেই বল মিলল পাঁচিল ঘেরা স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে ঝোপের তলায়। মেপে দেখা গেল আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে শওকত আলি যে ছক্কাটা হাঁকিয়েছেন সেটা ক্রিকেটে একটা বিশ্বরেকর্ড করে বসে আছে। শওকত আলি যে ছক্কাটা হাঁকিয়েছেন সেটা ২৫০ মিটারের চেয়ে বেশি দীর্ঘ। এমনিতে দীর্ঘ ছক্কা বলতে এখন বোঝায় ৯০ থেকে ১০০ মিটার দৈর্ঘ্যের চেয়ে বেশি দূরত্বের ছক্কা। সেখানে শওকত হাঁকিয়েছেন ২৫০ মিটার লম্বা ছক্কা।

তবে কী আফগান ঘরোয়া ক্রিকেটে ছক্কা মাপার কোন ব্যবস্থাই নেই। তাই রেকর্ড বইয়ে ওঠা হচ্ছে না শওকতের।

২০০৩ বিশ্বকাপে ১৬৫ মিটার দীর্ঘ ছক্কা হাঁকান আফ্রিদি। এরপর বাংলাদেশি প্রিমিয়র লিগেও ১৮০ মিটারের বেশি দীর্ঘ ছয় হাঁকান আফ্রিদি। তবে দুটি ক্ষেত্রেই আইসিসি স্বীকৃতি মিটার ছিল না। বেসরকারি হিসাব ধরলে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘতম ছক্কা হাঁকানোর রেকর্ড শাহিদ আফ্রিদির দখলে।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে