স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দূর্জয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের মধ্যকার দ্বন্দ্ব এবার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার গুলশানে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে পাপনের কথাতেই তা স্পষ্টতা পায়।
মূলত গত ২২ সেপ্টেম্বর নাঈমুর রহমান দূর্জয় বলেছিলেন তিনি নিজের কাজে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
দূর্জয়ের দাবি ছিল, ভারতে থাকা বাংলাদেশ ‘এ’ দলের কোচ ও ম্যানেজার হিসেবে যেই নাম তিনি সুপারিশ করেছিলেন তা বাতিল করেছে বোর্ড।
কোনো আলোচনা ও কারণ দেখানো ছাড়া তার সুপারিশকৃত নাম বাতিল করে দেওয়ায় নিজের কাজে ও নিজের পদে অস্বস্তিতে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। এ নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও কিছুটা দূরত্ব তৈরি হয়েছে দূর্জয়ের। তবে বোর্ড সভাপতি বলছেন দূর্জয়ের সুপারিশকৃত নামগুলো তার কাছে পৌঁছায়নি!
বৃহস্পতিবার গুলশানে নিজের বাসায় নাজমুল হাসান পাপন বলেন, ‘ভারত সফরে থাকা ‘এ’দলের কোচ নিয়ে সমস্যার কথা বলেছেন দূর্জয়। গণমাধ্যমকে বলেছেন যে তিনি নাকি একটি নাম প্রস্তাব করেছিলেন। ‘কিন্তু এখানে আমি আপনাদের পরিস্কার করতে চাই- কোচ, ম্যানেজার, ক্যাপ্টেনের কোনো নাম দূর্জয় আমাকে প্রস্তাব করেনি। অফিশিয়ালিও না, এমনকি ফোনেও বলেনি।’
পাপন জানান, বাংলাদেশ ‘এ’ দলের কোচ, ম্যানেজার ও অধিনায়ক নির্বাচন হওয়ার পর দূর্জয়ের সঙ্গে তার একটি অনুষ্ঠানে দেখা হয়েছে। সেদিনও এসব বিষয়ে কথা বলেনি দূর্জয়।
এদিকে বোর্ড সভাপতিও জানিয়েছেন ক্রিকেট অপরারেশন্স কমিটির কাজ নিয়ে দ্বিধায় আছেন তিনি। এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘কিন্তু ও (দূর্জয়) যেমন সমস্যায় আছে আমরাও সমস্যায় আছি। ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব বা কাজটা কি? একটা সিরিজ শুরুর আগে ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্ট এদের সঙ্গে বসতে হয়। কই ও তো এখন পর্যন্ত একটি মিটিংও বসাতে পারলো না। ওয়ার্ল্ডকাপ থেকে এখন পর্যন্ত কোন মিটিংইতো সে করতে পারলো না। সুতরাং ও যেমন সমস্যায় আমরাও।’
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ