বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪৭:৩৩

বাংলাদেশ থেকে বিশেষ নিরাপত্তায় পাকিস্তানে খেলতে যাচ্ছেন যারা

বাংলাদেশ থেকে বিশেষ নিরাপত্তায় পাকিস্তানে খেলতে যাচ্ছেন যারা

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্ক ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলার মধ্যে দিয়ে ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তার্জতিক ক্রিকেট বন্ধ রয়েছে। তবে সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেট দল দেশটি সফর করলেও অন্য কোন দল এখনো সফরের ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। তবে বিপিএলে পাকিস্তানের খেলোয়াড় পাঠানোর অলিখিত শর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ জাতীয় মলিহা ক্রিকেট দলকে পাকিস্তান পাঠাচ্ছে।  

আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি সভাপতি জানান, পাকিস্তানে সর্বোচ্চ নিরাপত্তা পাবে সালমা-লতা মন্ডলরা।

বিসিবি সভাপতির ভাষায়,‘‘পাকিস্তান সফরে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা পাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।  বিসিবি থেকে একটি দল পাকিস্তানে থাকবে। বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামও মাঠে উপস্থিত থেকে খেলা দেখবেন।’’

বিসিবির নিরাপত্তা দল পাকিস্তান সফর করে দেশটির নিরাপত্তা ব্যবস্থা পযবেক্ষণ করেন। তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই বিসিবি পাকিস্তানে নারী ক্রিকেট দল পাকিস্তানে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধে সরকারের পক্ষ থেকে গ্রীণ সিগন্যাল দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি আরও বলেন,‘‘আমাদের নিরাপত্তা দল পাকিস্তানের লাহোর ও করাচি সফর করেছিল। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি দেখে তারা সন্তুষ্ট। তবে এরপরও বাড়তি কিছু ব্যবস্থা নেওয়ার পরামর্শ তারা দিয়ে এসেছিল।”

বাংলাদেশ মহিলা স্কোয়াড : রুমানা আহমেদ, লতা মন্ডল, খাদিজাতুল কোবরা, সালমা খাতুন, ফারজানা হক, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, শারমীন সুলতানা, নিপার সুলতানা, শাহনাজ পারভীন, নাজনীন সুলতানা, মিতু রানী, জাহানারা আলম, আয়েশা রহমান এবং ফাতেমা রহমান।
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে