বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২১:২৫

বিপিএলে যোগ হচ্ছে রাজশাহী, তবে মালিকানা পরিবর্তন

বিপিএলে যোগ হচ্ছে রাজশাহী, তবে মালিকানা পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর আয়োজনের প্রায় সবকিছুই চূড়ান্ত। সে অনুযায়ী, বিপিএলের আগের দুই আসর থেকে বাদ পড়ে গেছে দুটি বিভাগ, খুলনা এবং রাজশাহী। পরিবর্তিত আসরের মতোই যেন প্রতি মুহুর্তে পরিবর্তন হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরের রূপরেখা। যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলো, এবার ছয় দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএল, তার পরের সপ্তাহেই আবার নতুন করে জানানো হলো যুক্ত হচ্ছে আরো একটি দল। নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী দলের মালিকানা নেবে।

তবে হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন, দল বাড়ছে আরও একটি। অর্থ্যাৎ, ৬টি নয়, মোট ৭টি দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএলের তৃতীয় আসর।

বিসিবির পক্ষ থেকেই জানা যাচ্ছে, ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান রাজশাহীর দলটি কিনতে চায় বলে আগ্রহ প্রকাশ করেছে। বিসিবিও বিদ্যমান শর্তের কথা জানিয়ে তাদেরকে বলেছে, সেগুলো পূরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে।

বিপিএলের প্রথম দুই আসরে রাজশাহী ফ্রাঞ্চাজিটি ছিল ‘দুরন্ত রাজশাহী’ নামে। আগের মালিকানা প্রতিষ্ঠান এবার নতুন করে আর আগ্রহ না দেখানোয় ভাবা হচ্ছিল রাজশাহী বিপিএল থেকেই বাদ পড়ে গেলো। নতুন করে আবার অন্য একটি কোম্পানি আগ্রহ প্রকাশ করায়, রাজশাহী বিভাগের ক্রিকেট ভক্তরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন।

ম্যাঙ্গো এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান শামীম আহসান বলেন, ‘আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। আশা করি, বিপিএলের গভর্নিং কাউন্সিলের আগামী বৈঠকেই আমাদের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। ঈদের পর পরই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পে অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি দেওয়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। এখন শুধু বোর্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেই হলো।'
২৪ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে