স্পোর্টস ডেস্ক : খেলা শুরু হওয়ার আগেই কোচ লুই এনরিকে বলে রেখেছিলেন, সেল্টা ভিগোর চ্যালেঞ্জ সামলানো তাদের পক্ষে কঠিন হবে। তবে এভাবে যে নাস্তানাবুদ হতে হবে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। বুধবার রাতে সেল্টা ভিগোর হাতে কার্যত দুরমুশ হতে হল মেসির দলকে। ৪–১ ব্যবধানে বার্সাকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো সেল্টা। অপরদিকে জয় পেল দুই মাদ্রিদই।
গ্রিজম্যানের জোড়া গোলে গেটাফে–কে ২–০ হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়েল ২–১ হারায় বিলবাও–কে। জোড়া গোল বেঞ্জিমার। কিন্তু সবকিছু ছাপিয়ে এদিনের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বার্সার হার। মেসি, নেইমার, সুয়ারেজ তিন তারকা দলে থাকলেও সেল্টার ডিফেন্সে দঁাত ফোটাতে পারেননি তারা। উল্টে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় সেল্টা। গোল করেন নোলিটো এবং আসপাস। বিরতির পর ফের আসপাসের গোলে ব্যবধান বাড়ায় তারা।
৮০ মিনিটে নেইমার বার্সার হয়ে ব্যবধান কমালেও ৩ মিনিট পরে ফের গোল করেন গুইদেত্তি। অখ্যাত দলের কাছে চার গোল খেয়ে দৃশ্যতই এদিন হতবাক মেসিরা। ম্যাচের পর কোচ লুইস এনরিকে জানান, এই হার থেকে শিক্ষা নেওয়া উচিত বার্সার। অন্যদিকে এদিন ইংল্যান্ডে ক্যাপিটাল ওয়ান কাপের ম্যাচে জয় পেল সব বড় দলই।
রুনি, পেরেরা এবং মার্শালের গোলে ইপ্সউইচ–কে ৩–০ হারায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চেলসি ৪–১–এ হারিয়েছে ওয়ালসলকে। প্রতিবেশী ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ২–১ গোলে হারায় আর্সেনাল। জোড়া গোল ফ্ল্যামিনির। সিরি এ–তে ফ্রোসিনানের সঙ্গে ১–১ ড্র করল জুভেন্টাস। তবে ভেরোনার বিরুদ্ধে ১–০ জিতল ইন্টার মিলান।
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি