স্পোর্টস ডেস্ক : জগমোহন ডালমিয়ার মৃতু্যর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের অলিন্দে ক্ষমতার দড়ি টানাটানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কে বসবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে, তা নিয়ে তৎপরতা তুঙ্গে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ভারতীয় বোর্ড রাজনীতিতে যাদের মধ্যে অহি–নকুল সম্পর্ক, সেই এন শ্রীনিবাসন এবং শারদ পাওয়ার মুখোমুখি আলোচনায় বসলেন।
বুধবার অনেক রাতে নাগপুরে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনসিপি নেতা প্রফুল প্যাটেলের বাড়িতে শ্রীনি–পাওয়ার কথা হয়। বিশেষ বিমানে চেন্নাই থেকে নাগপুরে উড়ে যান শ্রীনি। তাদের মধ্যে কী কথা হয়েছে, তা জানা না গেলেও পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে কে ডালমিয়ার শূন্যস্থান পূরণ করবেন, সে ব্যাপারে দু’জনে মত বিনিময় করেছেন বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় বোর্ড সভাপতি হিসেবে অমিতাভ চৌধুরির নাম যেমন উঠে আসছে, তেমনই জোরালো হচ্ছে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার নামও। সম্ভবত তার পাশে দাঁড়াচ্ছেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর। নিজের ঘনিষ্ঠদের সঙ্গে একপ্রস্থ আলোচনাও সেরে নিয়েছেন অনুরাগ।
২৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি