শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৪১:০২

ভালো খেলেও হারল বাংলাদেশ

ভালো খেলেও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভারত সফরে প্রথম তিনদিনের ম্যাচে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। মাইসোরে অনুষ্ঠিত ম্যাচে কর্ণাটকের কাছে ৪ উইকেটে হেরেছে মোমিনুলের দল। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৮১ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ও শেষ দিনে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় কর্ণাটক। এই ইনিংসে বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেন ও সাকলাইন সজীব ২টি করে উইকেট নেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। লিটন দাস ৩৭ ও সৌম্য সরকার ২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন ৩৮ ও সৌম্য ৪৩ রানে আউট হন।

এরপর বাংলাদেশের ইনিংসকে সামনের দিকে টেনে নিয়ে গেছেন নাসির হোসেন ও শুভাগত হোম। তবে এই দু’জনও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে বড় সংগ্রহের পথ তৈরি হবার পরও ব্যর্থতায় শেষ হয় বাংলাদেশের ইনিংস। নাসির ৪৪ ও শুভাগত ৫০ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন ওপেনার এনামুল হক বিজয়।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে