স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের ভক্তদের জন্য উড়ে এলো সুখবর। ইনজুরি কাটিয়ে আবারো মাঠে নামতে পারবেন এই তরুণ পেসার। আগামী নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের আগেই বোলিং করবেন বলে আশা করছেন তিনি।
পুরোনো ইনজুরি কাটিয়ে মাঠে নামতে না নামতেই চলতি মাসে ভারত সফরে গিয়ে আবারো ইনজুরির কবলে তাসকিন আহমেদ। চোটটা পুরোনো জায়গায়। দেশে এসে করানো এমআরআই রিপোর্টেও সেটিই ধরা পড়েছে। তাই চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাসকিনকে। পুনর্বাসনের জন্য। যদিও তিনি মনে করছেন বিপিএলে থাকবেন তিনি।
বাংলাদেশের একটি গণমাধ্যমকে এই ব্যাপারে তিনি বললেন, কয়েক দিন পরই ভালোভাবে পুনর্বাসন শুরু হবে। আশা করি চার সপ্তাহের মধ্যে বোলিং শুরু করতে পারব। বিপিএলের ১৫-২০ দিন আগে পুরো ফিট হয়ে যাওয়ার কথা আমার। সেক্ষেত্রে বিপিএল দিয়েই ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি।
বলে রাখা ভালো, এই বিপিএল দিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। চিটাগাং কিংসের হয়ে দারুণ পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজা পুরোপুরি খুলে যেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি তাকে।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস