জুবায়ের আল মাহমুদ রাসেল: সবকিছুর প্রস্তুতি প্রায় শেষ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর ছয়টি দল নিয়ে মাঠে গড়াবে আগামী ২২ শে নভেম্বর। সব কিছু যখন ঠিক ঠাক ঠিক তখন রাজশাহীর দল না থাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আক্ষেপ নিয়ে লেখা একটি স্টেটাস এবারের বিপিলের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এরপরই রাজশাহীবাসীর জন্য সুসংবাদ জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার রাতে গুলশানের নিজ বাসায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মালিকানা পরিবর্তন হলেও এবারের বিপিএলের রাজশাহীর দলও থাকছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে হবে বলেও জানিয়েছেন তিনি। বোর্ড সভাপতি বলেন, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেকেই আগ্রহ দেখিয়েছেন, তবে শেষ পর্যন্ত সম্ভবত যৌথ মালিকানায় আসছে তারা। আজ আমি তাদের সঙ্গে বসবো।
কারা আসছে বা কে তাদের সঙ্গে আছেন, এমন প্রশ্নে বোর্ড সভাপতি বলেন, যারা আসবেন তাদের অবশ্যই আমাদের ক্রাইটেরিয়া মেনেই আসতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের কেউ সম্পৃক্ত কিনা জানতে চাইলে তিনি নিশ্চিত করে বলেন, বিদেশে থাকা অবসস্থায় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার সঙ্গে সবচে বেশি যোগাযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তাই বলাই যায় এবারের ঈদে রাজশাহীবাসীর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শ্রেষ্ঠ উপহার বিপিএলে রাজশাহীর দল নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ