শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৭:৩১

রেকর্ড দামে পাকিস্তান লিগে খেলতে যাচ্ছেন সাকিব

রেকর্ড দামে পাকিস্তান লিগে খেলতে যাচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিবিয় প্রিমিয়ার লি০ (সিপিএল), শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল), বিগ ব্যাস, কাউন্টি ক্রিকেটের পর প্রথম বারের মতো শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন। তবে সাকিব ওই টুর্নামেন্টে যোগ দিচ্ছিন চোখ কাপালে ওঠার মতো রেকর্ড দামে। সাকিব ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন ক্রিকেটার আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য ওই টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে আয়োজক কর্মকর্তারা এ জানিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ টি-২০ টুর্নামেন্টের প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করার পর আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশীপে ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড এবং ড্যারেন সামি সকলেই ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর করেছেন। ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশনে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন টি-২০ ক্রিকেট কিং ক্রিস গেইলও।

বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন, নিউজিল্যান্ডের গ্রান্ট ইলিয়ট এবং টিম ব্রেসনানও তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে পিসিবি।

লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা এবং ইসলাবাদসহ মোট পাঁচটি দল পিএসএলের প্রথম আসরে অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রাইজমানি থাকবে দশ লাখ ডলার। ভারতে অনুষ্ঠিতব্য আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে ৪-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতারের দোয়ায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে পিসিবির পক্ষ থেকে প্রথমে ঘোষণা দেয়া হলেও এখন সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ প্রতীক্ষিত এই টি-২০ আসর অনুষ্ঠিত হবে।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে