স্পোর্টস ডেস্ক: আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের অংশ নেয়ার পূর্বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই মুহুর্তে কোন খেলা না থাকায় খেলোয়াড়রা কয়েক দিনের ছুটিতে রয়েছেন। মাশরাফি, সাকিব, মুশফিক যার যার গ্রামে এবার ঈদ করেছেন। তবে মুশফিকুর রহিম এবারের ঈদে নিজের কোরবানি নিজেই করেছেন। পরবর্তিতে সেই রক্তমাখা গুরুর নিথর দেহসহ একটি ছবি তার ফেসবুক পেজে আপলোড করেন।
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়কের ওই ছবিতে অনেকেই অসুন্তষ্ট হয়েছেন। তার বেশ কিছু ভক্ত বলেছেন, ‘কুরবান’ শব্দটি ‘কুরবাতুন’ শব্দ থেকে উৎপন্ন। আরবী ‘কুরবাতুন’ এবং ‘কুরবান’ উভয় শব্দের শাব্দিক অর্থ নিকটবর্তী হওয়া, কারো নৈকট্য লাভ করা প্রভৃতি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুরবানী দেয়া হল সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের একটা উপায়।
আর সেই নৈকট্য অর্জনের জন্য সেটার শো-অফ করতে হবে বলে কোন ব্যাপার আছে কি না?, ফেসবুকে কুরবানীর ছবি পোস্ট করতে হবে কি না, সেটা আমার জানা নেই। না, থাকারই কথা।
ভক্তদের এমন সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি ফেসবুক থেকে ছবিটি সরিয়ে নিয়েছেন। অবশ্য ছবি সরিয়ে নেয়ার পর ভক্তরা মুশফিককে ধন্যবাদ জানাতে ভুল করেননি।
২৫ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ