শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১৭:৩১

ইমরান তাহির ভারতের হুমকি, জানালেন শচীন

ইমরান তাহির ভারতের হুমকি, জানালেন শচীন

স্পোর্টস ডেস্ক : ইতিমধ্যেই ভারত জানিয়ে দিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের অস্ত্র হতে চলেছে স্পিন বোলিং। তবে সফরকারী দলও যে পাল্টা আক্রমণ শানাতে তৈরি, তা তারা বুঝিয়ে দিয়েছে দলে ইমরান তাহিরকে নিয়ে। তাই ব্যািটং কিংবদন্তি শচিন টেন্ডুলকার মনে করেন, আসন্ন সিরিজে তাহিরকে সামলানোই কঠিন পরীক্ষা হতে চলেছে ভারতের জন্য।

শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শচিন জানান, ‘তাহিরকে ভুললে চলবে না। পেস বোলিংয়ে ডেল স্টেন এবং মর্নি মরকেল থাকলেও ভারতের আসল পরীক্ষা তাহিরের বিরুদ্ধেই। যদি আমরা ওকে ভাল খেলতে পারি, তবে কোনও সমস্যাই হবে না।’ কথার মাঝেই এদিন শচিন মনে করিয়ে দেন ১৯৯১ সালের কথা, যে বছর দক্ষিণ আফ্রিকা প্রথমবার ভারত সফর করেছিল।

শচিন বলেন, ‘ওফ! সে এক অনবদ্য অভিজ্ঞতা। ইডেনে এক লাখ সমর্থক দেখে ওদের মুখ হ্যাঁ হয়ে গিয়েছিল। তবে ওরা খেলার পর খুবই খুশি ছিল এবং বারবার জানতে চাইছিল কবে আমরা দক্ষিণ আফ্রিকা যাব।’ শচিন আরও জানান, ‘পরের বছরই আমরা দক্ষিণ আফ্রিকা সফর করি এবং ওদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে যাই। সুন্দর গাড়ি করে আমাদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়। পথের ধারে প্রচুর লোক জড়ো হয়ে আমাদের অভিবাদন জানাচ্ছিল।’

দক্ষিণ আফ্রিকায় যে প্রচুর স্মরণীয় ম্যাচ খেলেছেন, তা–ও এদিন জানান শচিন। তবে সবথেকে স্মরণীয় ম্যাচ হিসেবে উল্লেখ করেন হিরো কাপের সেমিফাইনালের কথা। শচিন বলেন, ‘ওই ম্যাচে খেলতে পেরে আমি গর্বিত। আমার কাছে খুব বড় অভিজ্ঞতা ছিল ওটা।’ ভারতের বর্তমান দল নিয়েও আশাবাদী শোনায় শচীনকে। তিনি জানান, ‘ভারতের এই দল অনেক বেশি সংগঠিত ও দায়বদ্ধ। তাই এই দলের ওপর আমার পুরো ভরসা রয়েছে।’

২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে