শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৩:২০

ভারতের ব্যাটিং কৌশল বদলাছেন রবি শাস্ত্রী

ভারতের ব্যাটিং কৌশল বদলাছেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : অনেক টালবাহানার পর তাকে অবশেষে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে বিসিসি আই। আগামী বছর টি–২০ বিশ্বকাপ পর্যন্ত তার ‘চাকরি’ নিশ্চিত। তাই ভারতীয় দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী এবার চাইছেন, দল নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে। তাই প্রথমেই তার মত, কৌশলের বদল ঘটানো হোক। ‘ক্রিকেটে কখনও নির্দিষ্ট কৌশল হয় না। সব সময় পরিস্থিতির ওপর নির্ভর করে কৌশল পাল্টাতে হয়। আপনি কখনও বলতে পারেন না যে, আমি এই দল নিয়েই খেলে যাব। কারণ পরিস্থিতি বিরূপ থাকলে আপনার সিদ্ধান্ত উল্টে যেতে পারে।’

শুক্রবার এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন শাস্ত্রী। তার মত, ‘যখন বোলিং সহায়ক উইকেট হবে, তখন পাঁচ বোলারদের নিয়ে খেলব। যখন তা হবে না, তখন অলরাউন্ডার নেওয়ার কথা ভাবা যাবে। বিপক্ষ দলকে মেপে নিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।’ শ্রীলঙ্কা সিরিজে ব্যাটসম্যানদের স্থান বদল করা নিয়েও অনেক কথা উঠেছিল। রাহানেকে আচমকাই পাঁচ থেকে উঠিয়ে তিনে নামানো হয়। আবার ওপেনার না থাকায় আচমকাই পুজারাকে ওপেন করতে পাঠানো হয় তৃতীয় টেস্টে। দু’জনেই অবশ্য সফল হন।

সেই মত নিয়েই শাস্ত্রী জানান, ‘ক্রিকেটে কমফোর্ট জোন বলে কিছু হয় না। টপ অর্ডারের ব্যাটসম্যান হলে তাকে প্রয়োজনে যেখানে খুশি ব্যাট করতে হবে। শেখরের হাত ভেঙেছে, বিজয়ও নেই। তাই অন্যান্য বিকল্প রাখতেই হবে।’ সে কারণেই শাস্ত্রী চাইছেন, ধোনিও ওয়ান ডে–তে তার জায়গা বদল করে চারে উঠে আসুন।

‘এটাই কী সময় নয়! ওয়ান ডে–তে ওর রেকর্ড দেখুন। ক’জন ব্যাটসম্যান আছে ওর ধারেকাছে? আমার মনে হয়, ওর এখনই চারে উঠে আসা উচিত’, বলেন শাস্ত্রী। ভারতের টিম ডিরেক্টর এদিন এ–ও জানান, ভবিষ্যতের তারকা তুলে আনার জন্য ভারত ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলবেন তিনি। ‘আমি মনে করি আমার রিজার্ভ বেঞ্চ খুবই ভাল। তাই শুধুমাত্র রান করা বা উইকেট নেওয়ার বিচারে নয়, যারা সত্যিকারের প্রতিভাবান, তাদের ব্যাপারেও আমি কথা বলতে চাই রাহুলের সঙ্গে।’

২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে