স্পোর্টস ডেস্ক : তুমুল আলোচনায় এখন ভারত-পাকিস্তানের ক্রিকেট প্রসঙ্গ। ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পাকিস্তান।
চলতি বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিপাক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এর কোনো প্রক্রিয়া শুরু করেনি ভারত। এ কারণে ভারতের বিরুদ্ধে ক্ষেপেছে পাকিস্তান।
বিশেষ শর্তে ভারতকে বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান উচ্চারণ করেন কঠোর উক্তি।
তিনি বলেছেন, ডিসেম্বরে দুই দেশের ক্রিকেট লড়াই না বসলে ভারতের বিরুদ্ধে আর কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইভেন্টগুলোতে ভারতকে বয়কট করা হবে জানান তিনি।
২০০৭ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান। ২০১২ ওয়ানডে সিরিজ খেলে পাকিস্তান। আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে বহুবার লড়াইয়ে নামে এই দুই দেশ।
২০১৫ বিশ্বকাপ শুরুর দিকেই ক্রিকেট লড়াইয়ে নামে ভারত-পাকিস্তান। শাহরিয়ারের অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর রাজনৈতিক মানুষ বলে গত ২৮ আগষ্ট পিসিবির দেয়া চিঠির এখনো কোনো উত্তর দেয়া হয়নি।
উল্লেখ্য, শাহরিয়ারের বন্ধু ডালমিয়া। কয়েক দিন আগে ডালমিয়া মারা যাওয়ায় আরো দূরত্বে যেতে পারে দুই দেশ!
২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর