স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে এরই মধ্যে ৪টি ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ। বলতে না বলতেই দেশে ফিরে আসার সময় প্রায় হয়ে গেছে মুমিনুলদের।
ভক্তদের প্রত্যাশা মত মোটেই খেলতে পারেনি তারা। ৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে একটিতে জয় পায় বাংলাদেশ। অন্যদিকে দুইটিতে হেরে যায় বাংলাদেশ।
অন্যদিকে ৩ দিনের প্রথম টেস্টেও হেরে যায় বাংলাদেশ। এই হারের গ্লানি নিয়েই রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল।
সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল, সাব্বির ও যুবায়ের খুবই খারাপ খেলেন। ৩ দিনের শেষ টেস্টে দলের বাইরে রাখা হতে পারে এদের। মুমিনুল অধিনায়ক হলেও তার ব্যাটিং দেখে মনে হয় তার যেন কোনো দিন হাতেখড়িই হয়নি।
১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশের স্কোয়াড : রনি, সৌম্য, বিজয়, মুমিনুল (অধিনায়ক), লিটন, সাব্বির, নাসির, সানি, শফিউল, রুবেল, আল-আমিন, যুবায়ের, সজীব, শুভাগত ও রাব্বি স্কোয়াডে রয়েছেন।
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন আসবে বলে ধরেই নেয়া যায়। শেষ ম্যাচে হয়তো ওই ৪ টাইগারকে লজ্জা দেবে বিসিবি!
২৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর