সোমবার, ২৭ জুন, ২০১৬, ০৬:১০:২৮

‘আশা করি, আশরাফুল ভাই দ্রুতই ফিরবেন’

  ‘আশা করি, আশরাফুল ভাই দ্রুতই ফিরবেন’

স্পোর্টস ডেস্ক : গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে এনামুল হক বিজয়। পাশাপাশি বাদ পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চুক্তি থেকেও। সর্বশেষ টি-টোয়েন্টিও খেলেছেন গেল বছর নভেম্বরে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন না টাইগার বাহিনীতে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের(ডিপিএল) শুরু থেকেই হেসেছে জাতীয় দলের এই ওপেনারের ব্যাট। ১১ ম্যাচে ৪৪.৯০ গড়ে করেছেন ৪৪৯ রান। সেঞ্চুরি করেছেন একটি, হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনবার। সম্প্রতি এনামুল হক বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে সরাসরি আড্ডা দিয়েছেন সমর্থকদের সঙ্গে। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন, আলোচনা করেছেন।

এসময় তিনি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের প্রসঙ্গে বেশ কিছু কথা বলেন। এনামুল হক বলেন, আশরাফুল ভাই আমাদের খুব প্রিয় একজন প্লেয়ার। অবশ্যই ইনশাআল্লাহ উনি কামব্যাক করবে। বিপিএলে আমরা দুজন একসাথে দারুন খেলেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও একসঙ্গে দেখতে পারবেন।

তিনি বলেন, আশরাফুল ভাইয়ের কাছ থেকে অনেক শট শেখা হয়েছে। মনে হত, যদি আশরাফুল ভাইয়ের মত শট খেলতে পারতাম। আশা করি উনি খুব তাড়াতাড়ি কামব্যাক করবেন। কিছু দারুন ইনিংস উপহার দিবে।

এসময় তিনি আরও বলেন, আসলে একটা সময় ছিল, আমাদের বাঁচতে হলে আশরাফুলের ইনিংস দরকার হতো বা জিততে হলে আশরাফুলের ইনিংস দরকার হত। সেই সময় তিনি ভালো খেলে আমাদের জেতাতেন। এই জিনিসগুলো অবশ্যই মিস করি। আশা করি তিনি দ্রুতই কামব্যাক করবেন।
২৭ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে