মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬, ১১:২৭:২২

এতিম ও পথ শিশুদের সঙ্গে ইফতারে মোস্তাফিজ

এতিম ও পথ শিশুদের সঙ্গে ইফতারে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলে ডান পায়ের অ্যাংকেল ও হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। এসব চোটের চেয়েও বেশি মারাত্মক ছিলো মোস্তাফিজের পুষ্টিসংক্রান্ত এবং মানসিক সমস্যা। সবকিছু মিলিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে(ডিপিএল) খেলতে পারেন নি। তবে দেশে ফেরার পরে তার সার্বিক অবস্থার উন্নতি হয়েছে। ওজন বেড়ে প্রায় আগের অবস্থায় চলে আসায় পুষ্টির সমস্যাটা বলতে গেলে দূর হয়ে গেছে। সব মিলিয়ে আইপিএল থেকে যে শারীরিক অবস্থা নিয়ে ফিরেছিলেন, তার চেয়ে এখন অনেক ভালো আছেন মোস্তাফিজ।

আইপিএল খেলে ভারত থেকে দেশে ফিরে আবার সাসেক্সের হয়ে খেলার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল তার। তবে শতভাগ ফিট না থাকায় তার ইংল্যান্ডে যাওয়া অনিশ্চয়তার মধ্যে ছিল। তবে সেই অনিশ্চয়তা অনেকট দূর হয়েছে। মোস্তাফিজের ইংল্যান্ডে যাওয়া এখন বলা যায় নিশ্চিত। এরই মধ্যে শুরু হয়ে ভিসা নেওয়ার প্রক্রিয়া।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) একটি সূত্রের মতে, সব ঠিক থাকলে আগামী ১২ বা ১৩ জুন ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবেন ‘কাটার মাস্টার’। মুস্তাফিজের ইংল্যান্ডের ভিসা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এরই মধ্যে।

গত ৯ জুন থেকে বিসিবির ফিজিও-ট্রেনারদের তত্ত্বাবধানে শুরু হয়েছে মুস্তাফিজের পুনর্বাসন। ২৩ জুন নেটে বোলিং শুরু করেছিলেন, দুই-তিন দিন তা করেছেন কোনো সমস্যা ছাড়াই। তবে তার চার সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। মুস্তাফিজকে এখনো শতভাগ ফিট না বললেও জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ওর পুনর্বাসনের আরও ৪-৫টা সেশন বাকি আছে। আশা করছি, এর মধ্যেই ও পুরোপুরি ফিট হয়ে যাবে।

আজ মোস্তাফিজের ভাই মোকলেসুর রহমান পল্টুর বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্য জানিয়েছে আগামী ২ জুলাই ঈদ করতে সাতক্ষীরায় গ্রামের বাড়ি যাবেন তিনি পুনর্বাসন ক্যাম্পে থাকায় ঈদের কেনাকাটা এখনো শুরু করতে পারেননি বলেও জানান তিনি।

এদিকে মঙ্গলবার মোস্তাফিজুর রহমানের ফেসবুক ফ্যান পেজে একটি ছবি পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে এতিম ও পথ শিশুদের সঙ্গে ইফতার করছেন মোস্তাফিজ। ছবির ওপরে লেখা ছিল, ‘এতিম পথশিশুদের নিয়ে মুস্তাফিজুর রহমানের ইফতার।’
২৮ জুন ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে