বুধবার, ২৯ জুন, ২০১৬, ০১:৪৪:১০

আইসিসি র‍্যাঙ্কিং: ভারতের অবনতি , একই স্থানে বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিং: ভারতের অবনতি , একই স্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ান ডে তালিকায় তৃতীয় স্থানে নেমে এলো মহেন্দ্র সিং ধোনির ভারত। ভারতের সংগ্রহ ১১০ পয়েন্ট। ১২৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ও ১১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউজ়িল্যান্ড। ৯৮ পয়েন্ট নিয়ে আগের স্থান ৭ নম্বরেই রয়েছে বাংলাদেশ।

ওয়ান ডে-তে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশজনের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ব্যাটিং তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কোহলি। রোহিত শর্মা আছেন ছয় নম্বরে। আট নম্বরে আছেন শেখর ধাওয়ান। এখনও সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে এক নম্বর ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। প্রথম দশের মধ্যে নেই কোনও ভারতীয় বোলার, তবে বাংলাদেশের সাকিব আল হাসান আছে তিন নম্বরে। ১১ নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব উল হাসান।

বোলিংয়ে শীর্ষে সুনিল নারিন। ২য় স্থানে নিউজিল্যান্ডের বোল্ট, ৩য় সাকিব, ৪র্থ দ. আফ্রিকার ইমরান তাহির। ব্যাটে শীর্ষে এবি ডি’ভিলিয়ার্স, ২য় বিরাট কোহলি, ৩য় হাশিম হামলা, ৪র্থ নিউজিল্যান্ডের কে.এস উইলিয়ামস, ৫র্ম নিউজিল্যান্ডের গাপটিল।  

২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে