বুধবার, ২৯ জুন, ২০১৬, ০২:১২:৫২

‘আমি সাংবাদিক হলে, ধোনিকে কষে চড় মারতাম’

‘আমি সাংবাদিক হলে, ধোনিকে কষে চড় মারতাম’

স্পোর্টস ডেস্ক : “সত্য সেলুকাস, বিচিত্র ভারত!” এই কথাটি ভারতবর্ষের জন্য আক্ষরিকভাবে প্রযোজ্য। গোটা দেশে মহেন্দ্র সিং ধোনির অগণিত সমর্থক ছড়িয়ে থাকতে পারেন। তবে, তার সমালোচনা করার লোকেরও অভাব নেই। এই ধোনির হাত ধরেই ভারত বিশ্বকাপ জয় করেছে। কিন্তু, দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহার করার আরোপও তার উপরে নিয়ে আসা হয়েছে।

দেশের অন্যতম সেরা ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং ইতিপূর্বে বেশ কয়েকবার ধোনির উপরে এই অভিযোগ নিয়ে এসেছেন। কিন্তু, এই সমালোচনা রাঁচির রাজপুত্রের ক্রিকেট ক্যারিয়ারে কোনও প্রভাব বিস্তার করতে পারেনি। তবে এবার তিনি যা বললেন, তা একেবারেই মাত্রা ছাড়িয়ে গেল।

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পরে, মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে বেশকিছু সংবাদমাধ্যম সরব হয়েছিলেন। তালিকায় ছিলেন অজ়ি সাংবাদিক স্যামুয়েল ফেরিস। তিনি জানতে চেয়েছিলেন, ধোনি কবে অবসর গ্রহণ করতে চান ? প্রত্যুত্তরে ধোনি তাকে নিজের কাছে ডেকে এনে খানিক মজা করেন।

এই প্রসঙ্গ উঠতেই যুবরাজের বাবা যোগরাজ সিং বলেন, “আমি ওই সময় সাংবাদিকের জায়গায় থাকলে, ধোনিকে কষে চড় মারতাম।” পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, “ধোনি একজন অত্যন্ত অহংকারী মানুষ। একদিন রাবনের অহংকার যেমন মাটিতে মিশে গিয়েছিল, ধোনির অহংকারও সেইভাবেই ধূলিস্যাত হবে। ধোনি নিজেকে রাবনের থেকেও উপরে মনে করে।”

তার সাফ মন্তব্য, “দলের অন্যান্য খেলোয়াড়রা যখন আমার কাছে এসে ধোনির নামে অপবাদ দেয়, তখন সেটা শুনতে খুব খারাপ লাগে। শুরুর দিকে আমার মনে হত, লোকজন হিংসার কারণে হয়ত ধোনির বিরুদ্ধে এমন কথা বলে থাকে, কিন্তু দলের সহ খেলোয়াড়রাই যখন একই কথা বলে, তখন আমি বিশ্বাস করতে বাধ্য হই। আমার মনে হয়, ধোনির থেকে খারাপ লোক আমি সারা জীবনে দেখিনি।”  

২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে