বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৩:২৮:২২

দেশের হয়ে অধিনায়ক ও কোচ হয়েছেন যে ক্রিকেটাররা

দেশের হয়ে অধিনায়ক ও কোচ হয়েছেন যে ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : অনেক দিন পর ভারতীয় ক্রিকেট দল এক জন কোচ পেল। এর আগে বিসিসিআই-এর তৈরি টিম ডিরেক্টর নামে ‘মন গড়া’ পদে দীর্ঘ দিন ভূমিকা পালন করে এসেছেন রবি শাস্ত্রী। যদিও ভারতীয় বোর্ড নতুন কোচ হিসাবে রবি শাস্ত্রীর বদলে এক সময়ের ভারতের বোলিং মেরুদণ্ড অনিল কুম্বলেকে বেছে নিয়েছে।

দেশের হয়ে কুম্বলে অধিনায়কত্ব করেছেন বেশ কিছু দিন। কুম্বলের মতো অন্যান্য দেশের অনেক ক্রিকেটার রয়েছেন যারা অধিনায়ক হয়েছেন, পরবর্তী কালে দেশের হয়ে কোচের ভূমিকাও পালন করেছেন। জেনে নিন কারা এমন দুই দায়িত্ব সফল ভাবে পালন করে এসেছেন যারা, তাদের সম্পর্কে। খবর আনন্দবাজারের।

জন রাইট : ভারতের সফলতম কোচ হিসাবে জন রাইটের নাম থাকবে প্রথম সারিতে। আবার জন রাইট হলেন নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেছিলেন। মোট ৮২টি টেস্ট খেলে ১২টি শতরান করেছেন। ১৯৮৭ থেকে তিন বছর দেশের হয়ে অধিনায়কত্ব করেছেন। কোচের ভূমিকায় দেশের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন ২০১০ সালে। এবং ২৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটি থেকে জয় ছিনিয়ে এনেছিলেন।

জাভেদ মিঁয়াদাদ- দেশের হয়ে ছয় বার বিশ্বকাপ খেলেছেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ। তিনি এক জন শুধু সফল ব্যাটসম্যান ছিলেন না, অধিনায়কও ছিলেন। ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ১৪টি টেস্ট ও ২৬টি ওয়ানডে ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক হিসাবে। অবসর নেওয়ার পর তিনি তিন বার কোচের দায়িত্ব সামলেছেন।

অজিত ওয়াড়েকর- এক সময় দুর্দান্ত স্লিপ ফিল্ডার হিসাবে পরিচিত ছিলেন অজিত ওয়াড়েকর। ৩৭টি টেস্ট খেলে ২ হাজার রান করেছেন। দেশের হয়ে অধিনায়ক হিসাবে ১৬টি টেস্টের মধ্যে মাত্র ৪টি টেস্টে জয় এনেছেন। ১৯৯২ থেকে শুরু হয় আজহারউদ্দিন-ওয়াড়েকর যুগ। ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ওয়াড়েকরের কোচিংয়ে ১৪টি টেস্ট জেতে ভারত।

মার্ভান আতাপাত্তু- ১৭ বছর বাইশ গজে ব্যাট হাতে লড়ে গিয়েছেন শ্রীলঙ্কার অন্যতম ওপেনার মার্ভান আতাপাত্তু। অধিনায়কত্বের সুযোগ এলে ১৮টি টেস্টে ৮টি ও ৬৩টি ওয়ানডের মধ্যে ৩৭ টিতে জয় এনে দেন শ্রীলঙ্কাকে। অবসর নেওয়ার পর ২০১৪ সালে শ্রীলঙ্কার কোচ নির্বাচিত হন আতাপাত্তু।

বব সিম্পসন : সিম্পসনকে বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে। ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার সফলতম অলরাউন্ডার ছিলেন। পরে কোচ এবং কমেন্টেটরের ভূমিকায় দেখা যায় তাকে। টেস্টে ১০টি শতরান রয়েছে তার। দখলে রয়েছে ৭৩টি উইকেট। অবসর নেওয়ার পর ১৯৮৬ সাল থেকে দশ বছর অধিনায়কত্ব করেন অস্ট্রেলিয়ার হয়ে।
২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে