বুধবার, ২৯ জুন, ২০১৬, ০৭:২৫:৪৫

আর্জেন্টিনা ফুটবলের সদর দপ্তরে বোমাতঙ্ক!‌

আর্জেন্টিনা ফুটবলের সদর দপ্তরে বোমাতঙ্ক!‌

স্পোর্টস ডেস্ক : শনির দশা যেন কাটছেই না আর্জেন্টিনা ফুটবলের। কোপা কাপের ফাইনালে পরাজয়ের পর এবার অন্য এক আঘাতের অশঙ্কা দানা বেঁধেছে আর্জেন্টিনা ফুটবলে। বোমাতঙ্ক! হ্যাঁ, কোপার ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরে বোমাতঙ্ক!‌

সোমবার এই ঘটনার জেরে খালি করে দেওয়া হয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর। এমনিতেই এএফএ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সাংগঠনিক সমস্যায় জর্জরিত সে দেশের ফুটবল। সংস্থার সভাপতি লুই সেগুরা পদত্যাগ করেছেন। তার ওপর পরপর দু’‌বার কোপার ফাইনালে হার, মেসির অবসর। সবমিলিয়ে আর্জেন্টিনা ফুটবলে অস্থিরতা চরমে। ‌‌‌‌‌

২৩ বছরের শিরোপার খরা কাটাতে না পেরে মেসির অবসর নেওয়ার খবরটা হতাশ করেছে ফুটবল ভক্তদের। এরই মাঝে এবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুইস সিগুরা।

২০১৪ সালের জুলাইয়ে হুলিও গ্রন্দনার মৃত্যুর পর থেকেই এএফএ প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন সিগুরা। জানা যায়, সোমবার (২৭ জুন) সংস্থাটির প্রধান কার্যালয়ে থাকা অবস্থায় ভবনে বোমা হুমকির পর নাকি সেখান থেকে চলে যান তিনি।

আর্জেন্টিনার দৈনিক ‘ক্ল্যারিন’র বরাত দিয়ে ‘গোল ডট কম’ বলছে, কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই পদত্যাগের চিঠি দিয়েছেন সিগুরা এবং ৩০ জুন মেয়াদ শেষ হওয়ার আগে তিনি আর ফিরবেন না।

২৯ জুন ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে